শাবিতে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

অনলাইনে পরীক্ষা চলাকালীন জুম মিটিংয়ে শিক্ষক-শিক্ষার্থীরা
শাবি প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ১০:৫৬
শিক্ষার্থীদের সেশনজট থেকে মুক্তি দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ১ জুলাই ছুটি থাকায় অল্প সংখ্যক বিভাগে অনলাইন পরীক্ষা শুরু হয়েছে। অনলাইনে পরীক্ষা দিতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুনিয়া সুলতানা জানান, তিনি বাড়ি থেকে অনলাইনে অনুষ্ঠিত সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এটা তাদের জন্য একটি সময় উপযোগী সিদ্ধান্ত। এখন যদি পরীক্ষা না নেওয়া হতো তাহলে তারা আরও সেশনজটে পড়তেন।
জানা যায়, গত ২০ মে শাবির একাডেমিক কাউন্সিলে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ বর্ষের স্থগিত পরীক্ষা ১৫ জুন থেকে এবং ১ম, ২য় এবং ৩য় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ১ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে করোনার প্রাদুর্ভাবে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় গত বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস শুরু হয় এবং ওই বর্ষের দুই সেমিস্টারের ক্লাস অনলাইনেই সম্পন্ন হয়েছে।
অনলাইন পরীক্ষার সম্পর্কে পরিসংখ্যান বিভাগে অনুষ্ঠিত প্রথম পরীক্ষার প্রধান পরিদর্শক অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন সমকালকে বলেন, শিক্ষার্থীদের অনেক সীমাবদ্ধ ছিলো তার মাঝে সবাই যেন পরীক্ষা দিতে পারে সেটা নিয়ে আমরা বেশ আগ থেকে কাজ করছি। পরীক্ষার জন্য চারদিন আগ থেকে প্রস্তুতি নিতে হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষার অংশ নিবে, উত্তরপত্র জমা দিবে এই বিষয়ে একটি কর্মশালা করে শিক্ষার্থীদের শেখানো হয়েছে। আমরা পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে শিক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্র সরবরাহ করেছি এবং পরীক্ষা শেষে শিক্ষার্থীরা গুগল ক্লাসরুমের মাধ্যমে উত্তরপত্র জমা দেন এবং পরীক্ষার সময় সকল শিক্ষার্থী জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইনে অ্যাক্টিভ ছিলো। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের যোগাযোগ করার জন্য একটি হটলাইন চালু করা হয়েছিল বলে জানান তিনি।
এ বিষয়ে শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, করোনার মাঝে শিক্ষার্থীরা যেন সেশনজট থেকে মুক্তি পায় এটাই ছিলো আমাদের একমাত্র উদ্দেশ্য। আগামী চার তারিখের মধ্যে সকল বিভাগে অনলাইনে পরীক্ষা শুরু হয়ে যাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, অনলাইনে অনুষ্ঠিত পরীক্ষা ক্রিয়েটিভ অ্যাসেসমেন্ট এবং ভাইভা এই দুই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এতে ৬০ নম্বরের পরীক্ষায় ৩০ নম্বর ক্রিয়েটিভ অ্যাসেসমেন্ট এবং বাকি ৩০ নম্বর ভাইভা। অন্যদিকে, ৭০ নম্বরের পরীক্ষায় ৩০ নম্বর ক্রিয়েটিভ অ্যাসেসমেন্ট এবং ৪০ নম্বর ভাইভা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- শাবি
- অনলাইন
- সেমিস্টার ফাইনাল
- সেশনজট