কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী পেলেন গুণীজন সম্মাননা

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২১ | ১০:৪২
একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীকে গুণীজন সম্মাননা দিয়েছে পুরান ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাঞ্জা’। শনিবার তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতারা।
মাঞ্জা সংগঠনের সদস্য সাগর রশিদ বলেন, বুলবুল চৌধুরী পুরান ঢাকার শিংটোলার স্থানীয় বাসিন্দা। আমাদের সংগঠনের জন্ম এই এলাকাতেই। আমরা ছোটবেলা থেকে তার বই পড়ে বড় হয়েছি। তার মতো সম্মানিত ব্যক্তিদের কাছে অনেক কিছু শিখেছি আমরা। তাই আজ আমরা মানুষের সেবায় পাশে দাঁড়াতে পারছি।
সাগর রশিদ আরও বলেন, করোনাকালীন ও বন্যার সময়ে অসহায় মানুষদের সহযোগিতায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় আমাদের সংগঠনকে একটি প্রত্যয়নপত্র দিয়ে সংগঠনের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেছেন বুলবুল চৌধুরী।
বুলবুল চৌধুরী ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর একুশে পদক পান। এ ছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
- বিষয় :
- কথাসাহিত্যিক
- গুণীজন সম্মাননা