ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শিগগিরই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে: স্বাস্থ্য অধিদপ্তর

শিগগিরই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১ | ০৭:০৬

শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে প্রথম টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে। কিন্তু মাঝে টিকাটির সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রথম ডোজ দিয়ে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন অনেকেই। আমরা ইতোমধ্যে জাপান সরকারের কাছ থেকে কিছু পরিমাণ টিকা পেয়েছি এবং খুব দ্রুত দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণদের টিকা দেওয়া শুরু করব।

ডা. নাজমুল ইসলাম বলেন, আমরা আশাবাদী সরকারের বিভিন্ন বহুমুখী পদক্ষেপের কারণে আরও বেশি সংখ্যায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়ে যাব এবং অবশিষ্ট যারা আছেন, তাদের প্রত্যেককেই সে টিকা দিতে সক্ষম হব।

দেশে গত ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। শুরুতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড দিয়ে এ কর্মসূচি শুরু হলেও ভারত সরকারের নিষেধাজ্ঞায় পরে এ টিকার সংকট পড়ে দেশে।

সেই থেকে ২৭ জুলাই পর্যন্ত এ টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন প্রায় সাড়ে ১৪ লাখ মানুষ।

আরও পড়ুন

×