ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে অসঙ্গতি দূর করার দাবি

গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে অসঙ্গতি দূর করার দাবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১ | ০৯:০৪

৫৪ হাজার শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফলে যেসব অসঙ্গতি বা অভিযোগ উঠেছে, সেগুলো আমলে নিয়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছে নিয়োগপ্রত্যাশী শিক্ষক ফোরাম। বুধবার ফোরামের বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, নিয়োগের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও চূড়ান্ত সুপারিশ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পরবর্তী নিয়োগের কার্যক্রম যেন সংরক্ষিত পদ ও সূচিমুক্ত হয়, সে বিষয়টি খেয়াল রাখার জন্য 'বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে দাবি জানানো হয়।

আরও বলা হয়, পরবর্তী গণবিজ্ঞপ্তিতে নিয়োগের ক্ষেত্রে যেন ৩৫ বছর বয়সী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়।

সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শূন্য পদে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল গত ১৫ জুলাই রাতে ওয়েবসাইটে প্রকাশ করে এনটিআরসিএ।

তবে ৫১ হাজার ৭৬১টি পদে সুপারিশ করার কথা থাকলেও সুপারিশ করা হয়েছে ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীকে। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৬১০ জনকে এবং ননএমপিভুক্ত প্রতিষ্ঠানে তিন হাজার ৬৭৬ জনকে সুপারিশ করা হয়। আর আট হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ছয় হাজার ৭৭৭টি নারী কোটা পদে প্রার্থী না পাওয়ায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফলাফল দেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

×