ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রাষ্ট্রদ্রোহ মামলা

রাজশাহী বিএনপির চার নেতার আগাম জামিন

রাজশাহী বিএনপির চার নেতার আগাম জামিন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১ | ০৯:৪৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ | ০৯:৪৬

রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন রাজশাহী বিএনপির চার নেতা। পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দীন খানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে ২৬ সেপ্টেম্বরের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

জামিনপ্রাপ্তরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও এ এম মাহবুব উদ্দিন খোকন।

গত ৯ মার্চ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশোভন বক্তব্য দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মুসাব্বিরুল ইসলাম।

আরও পড়ুন

×