ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

২১ ব্যক্তি-প্রতিষ্ঠানের পদক অর্জন

২১ ব্যক্তি-প্রতিষ্ঠানের পদক অর্জন

২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১ | ১০:০৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ | ১০:০৬

মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর নয় ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বর্ণপদক ও ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে রৌপ্যপদক দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়।

স্বর্ণপদকপ্রাপ্ত হলেন- শাহ সুলতান শাহ জালাল মৎস্য বীজাগারের মালিক মো. শহিদুল ইসলাম, আম্বর ফিশারীজ অ্যান্ড হ্যাচারির মালিক কামরুল আলম চৌধুরী, সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, ইউনিক টাইগার শ্রিম্প হ্যাচারির মালিক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, রোজেমকো ফুডস লিমিটেডের চেয়ারম্যান শাহ সেলিম হোসেন, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, খুলনা বিভাগের গ্রোটেক একোয়াকালচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউল করিম ভূঁইয়া, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও হারুন-অর-রশীদ।

রৌপ্য পদক জয়ীরা হলেন- মুক্তেশ্বরী ফিস হ্যাচারি, দেশবন্ধু মৎস্য হ্যাচারি ও নার্সারি, ফ্রেশ ওয়াটার ফিস হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম, জয় হ্যাচারি অ্যান্ড শ্রিম্প কালচার লিমিটেডের মুজিবর রহমান শামীম, বগুড়ার মো. শফিকুল ইসলাম ইছানুর, কুয়াকাটা জননী গলদা চিংড়ি হ্যাচারি, ছবি ফিস প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, মেসার্স শাহ আমানত ট্রেডার্স, নৌ পুলিশ বাংলাদেশ, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন ও সাতক্ষীরার কালিগঞ্জের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে মৎস্যখাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে শতকরা ৬৬ শতাংশ মৎস্য উৎপাদন বেড়েছে। কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন, আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্টির ওপর গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমাদের মাথাপিছু আয় ২২০০ ডলার। এই আয়ে মানুষ পুষ্টিকর খাবার খেতে পারেন না। তাই মৎস্য খাতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মৎস্য খাতে বিনিয়োগের সুযোগ দিয়ে বেকারত্ব দূর করা হচ্ছে। বর্তমানে মাছ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।

অনুষ্ঠান শেষে স্পিকার জাতীয় সংসদ ভবনের লেকে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, গুলশা, গলদা চিংড়ির মোট ৯৮৩৫টি পোনা অবমুক্ত করেন।

আরও পড়ুন

×