ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্কুলশিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই: স্বাস্থ্যের ডিজি

স্কুলশিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই: স্বাস্থ্যের ডিজি

ডা. আবুল বাশার খুরশীদ আলম- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১ | ০৩:২৩ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ | ০৩:২৩

সারাদেশের স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম।

বুধবার তিনি জানান, বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিশুদের করোনা টিকা দেওয়া হবে কি-না।

ডা. খুরশীদ আলম বলেন, ‘প্রধানমন্ত্রী চান স্কুলের শিশুদের টিকা দিতে। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনা পাইনি আমরা। আমেরিকায় শিশুদের যে টিকা দেওয়া হয়েছে তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সেরকম আমাদের দেশেও হতে পারে।’

তিনি জানান, শিক্ষক-শিক্ষিকাদের টিকা দেওয়া প্রায় শেষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×