ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টিকা নিতে এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে না গর্ভবতীদের

টিকা নিতে এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে না গর্ভবতীদের

করোনাভাইরাসের টিকা নিচ্ছেন গর্ভবতী এক নারী (ছবি: বিবিসি বাংলা)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১ | ০৭:০২ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ | ০৭:০২

গর্ভবতীদের করোনাভাইরাসের টিকা প্রদানে আগের নিয়মের কিছুটা পরিবর্তন এসেছে। টিকা গ্রহণে গর্ভবতী ও দুগ্ধদানকারী মা’দের এখন থেকে আর এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে না। নিবন্ধনের পর যেকোনো সময়ই টিকাকেন্দ্রে গিয়ে তারা টিকা নিতে পারবেন। 

রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে এ তথ্য জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ও অধিদপ্তরের মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচি পরিচালক ডা. শামসুল হক। তিনি জানান, এজন্য মা’দের শারীরিক অবস্থা নিশ্চিত হতে চিকিৎসকের পরামর্শপত্র সঙ্গে আনতে হবে।

ডা. শামসুল হক বলেন,  গর্ভবতীদের টিকার জন্য নিবন্ধন করতে হবে। মুঠোফোনে এসএমএস না পেলেও যে কেন্দ্রে নিবন্ধন করেছেন, সেখানে গেলেই তাদের টিকা দেওয়া হবে। তবে এজন্য চিকিৎসকের পরামর্শপত্র সঙ্গে রাখতে হবে। দুগ্ধদানকারী মা’দের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

এ সময় তিনি বলেন, স্কুল-কলেজ খোলার জন্য শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হলেও ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।  ডা. শামসুল হক বলেন, ‘১৮ বছরের নিচে বয়সীদের টিকা দেওয়ার পরিকল্পনার বিষয়ে এই মুহূর্তে আমাদের জানা নেই। তবে সরকার যেহেতু চিন্তা করছে, ভবিষ্যতে যদি এরকম কোনও পরিকল্পনা আসে সেটা আমরা আপনাদের জানাবো।’

তিনি বলেন, সরকারিভাবে ২৫ বছরের নিচেতো কাউকে টিকা দেওয়া হচ্ছে না। ২৫-এর নিচে রেজিস্ট্রেশন করে কেউ টিকা নিতে পারছেন না। তবে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমরা ১৮ পর্যন্ত একটা নতুন চিন্তা-ভাবনা করেছি। এটা এখন পর্যন্ত অনবোর্ড (কার্যকর) করতে পারিনি।







আরও পড়ুন

×