ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বেতন বৈষম্য দূর করার দাবি সরকারি চাকরিজীবী ফোরামের

বেতন বৈষম্য দূর করার দাবি সরকারি চাকরিজীবী ফোরামের

সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩৮

বেতন বৈষম্য দূর করে শিগগির নবম পে স্কেল ঘোষণার দাবি জানিয়েছে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম। নতুন পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত সর্বনিম্ন ৪০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ারও দাবি জানান তারা। 

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক মিরাজুল ইসলাম, সদস্য সচিব শেখ ফরিদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক কুদ্দুস মোল্লা, জিয়াউর রহমান, জাহিদুল ইসলাম, মনোয়ার হুসেন কবির, খান আতাউর রহমান, চুন্নু মিলন, সাহিনুর রহমান, রুনুর জাহান, জুলকার নাইন হিরোসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

সংবাদ সম্মেলনে আরও দাবি জানানো হয়, শিগগির নবম পে কমিশন গঠন, তা বাস্তবায়ন কমিটিতে ১১-২০ গ্রেডের কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা, নিয়োগবিধি পরিবর্তন করে শিক্ষাগত যোগ্যতা উন্নীত করাসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করা। এ ছাড়া ঝুঁকি ভাতা, টেকনিক্যাল কাজে নিয়োজিত সবাইকে টেকনিক্যাল স্কেল, অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতাসহ ১০০ শতাংশ পেনশন ও রেলওয়েতে প্রচলিত রেশন ভাতা বাতিল করে ১১-২০ গ্রেডের সবার বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী রেশন দেওয়ার দাবি জানান ফোরামের নেতারা।

দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকি দিয়ে ফোরামের সদস্য সচিব শেখ ফরিদ আহম্মেদ বলেন, ১০ অক্টোবরের মধ্যে দাবির বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে ২২ অক্টোবর জেলায় জেলায় সংবাদ সম্মেলন, ২৪ অক্টোবর প্রতিনিধিদের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এরপরও পদক্ষেপ না নেওয়া হলে ডিসেম্বরে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নেতারা।

আরও পড়ুন

×