সিএনজি স্টেশন ৬ ঘণ্টা বন্ধ কবে থেকে জানা যাবে মঙ্গলবার

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৫৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৪৯
সিএনজি স্টেশন বুধবার থেকে দিনে ছয় ঘণ্টা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে তা জানা যাবে মঙ্গলবার।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশন বন্ধের বিষয়টি নিয়ে মঙ্গলবার পেট্রোবাংলার কার্যালয়ে অংশীজনদের নিয়ে বৈঠক হবে। সেখানেই ঠিক হবে কবে থেকে সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে।
এর আগে সোমবার বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বুধবার থেকে প্রতিদিন বিকেল ৫টা-রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক পিক আওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
- বিষয় :
- সিএনজি স্টেশন
- বিদ্যুৎ জ্বালানি