শাহজালাল বিমানবন্দরে সাড়ে ১২ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১ | ২২:০৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ | ০৪:৫১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৯১ টাকার বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে একটি বাক্স থেকে এসব মুদ্রা জব্দ করা হয়। একইসঙ্গে এ ঘটনায় জড়িত অভিযোগে হাসান আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ মামলা করতে পারে বলে জানা গেছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে ৫৪ লাখ ৫৫ হাজার ৫০০ সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরী ডলার জব্দ করেছেন সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির সদস্যরা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
বিপুল পরিমাণ এ বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা করেছিল একটি সংঘবদ্ধ চক্র।