আন্দোলন স্থগিত করলেন বিমানের পাইলটরা

ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১ | ০৮:১৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১ | ০৮:৩৪
বেতন কাটার প্রতিবাদে চলমান আন্দোলন স্থগিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষুব্ধ পাইলটরা। মঙ্গলবার দুপুরে রাজধানীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের সঙ্গে ফলপ্রসু বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান সমকালকে জানান।
মাহবুবুর রহমান জানান, আগামী শনিবার বোর্ড মিটিং রয়েছে। বেতন কাটার বিষয়টি ওই বোর্ড মিটিংয়ে তোলা হবে এবং বিদ্যমান সমস্যার সমাধান হবে। বোর্ড মিটিংয়ে পাইলটদের যুক্তিসঙ্গত দাবিগুলো মূল্যায়ন করে বেতন সমন্বয়ের যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
জানা যায়, করোনা মহামারির কারণে ২০২০ সালে আকাশপথে যোগাযোগ প্রায় বদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে বিমান চললেও যাত্রীসংখ্যা ছিল একেবারেই কম। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্মীদের বেতন কমিয়ে দেওয়া হয়। তবে সম্প্রতি যাত্রী বাড়লেও বেতন আর বাড়ানো হয়নি। পরে গত সোমবার থেকে বেতন কাটার প্রতিবাদে চুক্তির বাইরে ফ্লাইট পরিচালনা থেকে সরে দাঁড়ান পাইলটরা। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে ফ্লাইট না ছাড়ার কারণে ভোগান্তির শিকার হন যাত্রীরা।
বেতন কাটার প্রতিবাদে বিমান কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাপার নির্বাহী পরিষদ গত জুলাইয়ে সভায় বসেছিল। সেই সভায় সিদ্ধান্ত হয়, ৩০ জুলাইয়ের মধ্যে পাইলটদের বেতন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর মতো সমন্বয় করা না হলে তারা আন্দোলনে নামবেন। পরবর্তীতে বিমান কর্তৃপক্ষের আশ্বাসে পাইলটরা কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করেন। প্রসঙ্গত, বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে ১৫৭ জন পাইলট কাজ করছেন।