সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন শেরীফা কাদের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২১ | ০৬:৪০ | আপডেট: ০১ নভেম্বর ২০২১ | ০৭:০২
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নং-৩৪৫, মহিলা আসন-৪৫-এর শূন্য আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেরীফা কাদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
সোমবার বিকেলে ৪টায় সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন শেরীফা কাদের।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আকতার, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, যুগ্ম কোষাধ্যক্ষ আবু তৈয়বসহ আরও জাপার অন্যান্য নেতারা।
গত ১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (আসন নং-৩৪৫) সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার পর দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ শেরীফা কাদেরকে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তিনি এখন তার স্বামী ও জাপা চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা। এছাড়া জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করা শেরীফা কাদের সংগীতশিল্পী হিসেবে সমধিক আলোচিত হয়েছেন। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তিনি পূর্ব পাকিস্তান রেডিও-তে শিশু শিল্পী হিসেবে সংগীতজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী। তার বাবা প্রয়াত শমসের আলী আহমেদ, মা প্রয়াত আমেনা খাতুন।