ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অনুসন্ধানী সাংবাদিকতায় অনলাইন কোর্স চালু

অনুসন্ধানী সাংবাদিকতায় অনলাইন কোর্স চালু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১ | ০৭:৩৭ | আপডেট: ০৩ নভেম্বর ২০২১ | ০৭:৫৯

অনুসন্ধানী সাংবাদিকতায় একটি অনলাইন কোর্স চালু হয়েছে। কোর্সটি করে জানা যাবে অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক বিভিন্ন দিক। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে চার প্রশিক্ষক খুব সহজ করে তথ্য অনুসন্ধান প্রক্রিয়া, পদ্ধতি ও কৌশল শেখাবেন এতে।

দেশের অনুসন্ধানী সাংবাদিকতার উন্নয়নে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট এ অনলাইন কোর্স চালু করেছে। আগ্রহী যে কেউ বিনামূল্যে কোর্সটি করতে পারবেন এবং সফলভাবে শেষ করার পর সনদও পাবেন।

কোর্সটি করতে প্রথমে নিবন্ধন করতে হবে (লিঙ্ক https://mrdibd.org/investigative-journalism/)। এরপর একটি মেইল আসবে। সেই মেইলে ক্লিক করে নিবন্ধন নিশ্চিত করে নিতে হবে। এরপর আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে প্রয়োজন বিবেচনায় কোর্সটি শুরু করার অনুমতি দেওয়া হবে। সেটিও আবার মেইলে জানানো হবে।

এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি এই কোর্সটি করার মাধ্যমে যারা সাংবাদিকতা করছেন, অনুসন্ধানী সাংবাদিকতা করতে আগ্রহী, তারা অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক ধারণাগুলো বুঝতে পারবেন। পাশাপাশি যারা শিক্ষার্থী, ভবিষ্যতে অনুসন্ধানী সাংবাদিকতা করতে চান, তাদেরও এ কোর্সটি কাজে লাগবে।

আরও পড়ুন

×