ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ডাইনিংয়ে খাওয়ার নির্দেশনা বাতিল দাবিতে রাবি ছাত্রীদের ধর্মঘট

ডাইনিংয়ে খাওয়ার নির্দেশনা বাতিল দাবিতে রাবি ছাত্রীদের ধর্মঘট

অবস্থান ধর্মঘট পালন করেছেন রাবির তাপসী রাবেয়া হলের ছাত্রীরা। ছবি: সমকাল

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১ | ০৯:৫২ | আপডেট: ০৫ নভেম্বর ২০২১ | ০৯:৫২

হলের ডাইনিংয়ে বাধ্যতামূলক খাওয়ার নির্দেশনার প্রতিবাদে এবং সান্ধ্য আইন বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তাপসী রাবেয়া হলের ছাত্রীরা। শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হলের সামনের রাস্তায় তারা অবস্থান ধর্মঘট শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৭টার পর ভারপ্রাপ্ত প্রক্টরের আশ্বাসে তারা কর্মসূচি বন্ধ করেন।

আন্দোলনরত ছাত্রীরা জানান, হল প্রশাসন সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছেন। বিজ্ঞপ্তিতে হল প্রশাসন সকল শিক্ষার্থীকে হল ডাইনিংয়ে খাওয়ার নির্দেশনা দেয়। কেউ হলে রান্না করে খেতে পারবে না এমন নোটিশও দেয়। হল ডাইনিংয়ে না খেলে তাদের সিট বাতিলেরও হুমকি দেওয়া হয়। ছাত্রীদের আরও অভিযোগ, ডাইনিংয়ে দাম বেশি নিয়েও মানসম্মত খাবার পরিবেশন করা হয় না। এছাড়াও হলের কর্মচারীরা ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, প্রাধ্যক্ষকে জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেন না। সন্ধ্যা সাতটার পর কোনো ছাত্রী টিউশনসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ সেরে হলে ফিরলে তাদেরকে নানা ধরনের হয়রানি ও নানা কথা শোনানো হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী বলেন, এখন থেকে শিক্ষার্থীদের ডাইনিংয়ে খাওয়ার জন্য জোর করা হবে না। তারা স্বাধীনভাবে থাকতে পারবে। ছাত্রীদের নিরাপত্তা বিবেচনায় সন্ধ্যায় রুমে ফিরতে বলা হয়েছে। জরুরি ও প্রয়োজনীয় কাজে মেয়েরা বাইরে যেতে পারবে। হল প্রশাসনের কেউ তাদেরকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ কিংবা হয়রানি করবে না। 

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী মহল বলেন, ছাত্রীদের অভিযোগগুলো প্রক্টরসহ আমরা বসে মিমাংসা করেছি। ছাত্রীদের নানা নিরাপত্তা ও তাদের সুবিধার কথা চিন্তা করেই রান্না বন্ধ রাখা, বেশি রাতে বাইরে না থাকার জন্য বলা হয়েছিল।

আরও পড়ুন

×