আইজিপির স্ত্রী পরিচয়ে তদবির, দম্পতি গ্রেপ্তার

গ্রেপ্তার রুমা আকতার, ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১ | ০৮:৫১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২১ | ০৮:৫১
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জার পরিচয়ে কনস্টেবল নিয়োগের তদবির করতে গিয়ে ধরা খেয়েছেন এক নারী। ওই নারীর নাম রুমা আকতার (৩২)।
শনাক্ত করার পর শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একইসঙ্গে তার স্বামী আসলাম মিয়াকেও (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর টাঙ্গাইলের পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে একজন কনস্টেবল নিয়োগ দেওয়ার জন্য তদবির করা হয়। তখন নিজেকে আইজিপির স্ত্রী পরিচয় দেন ফোন দেওয়া ওই নারী।
পাশাপাশি কনস্টেবল পদপ্রার্থী ওই ব্যক্তির বিস্তারিত তথ্য লিখে মোবাইলে ক্ষুদে বার্তাও পাঠান ওই নারী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি প্রতারণামূলক প্রমাণিত হওয়ায় প্রযুক্তির সহায়তায় ওই ফোন নম্বরের তথ্যাদি বিশ্লেষণ করে ওই নারী প্রতারকের অবস্থান শনাক্ত করা হয়। দেখা যায়, তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার আটিবাজারের ঘাটারচর এলাকায় অবস্থান করছেন।
পরে পুলিশ সেখান থেকে তাদের গ্রেপ্তার করে টাঙ্গাইলে পাঠিয়ে দেয়। টাঙ্গাইল সদর থানায় এ দম্পত্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।
এ ঘটনার পর একই সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের যে কোনো নিয়োগে প্রতারণার কৌশল না নিতে এবং প্রতারক থেকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন আইজিপির স্ত্রী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।
- বিষয় :
- পুলিশ
- পুলিশের মহাপরিদর্শক
- আইজিপি
- কনস্টেবল নিয়োগ