মালদ্বীপের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিমের সঙ্গে সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১ | ১০:৩০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ | ১০:৪৩
বাংলাদেশ সফররত মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের বৈঠক হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিমের বরাতে বলা হয়েছে, মালদ্বীপ ও বাংলাদেশ এক ও অভিন্ন সংস্কৃতির দেশ। বাংলাদেশের কর্মীরা মালদ্বীপের বিভিন্নখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশটির দক্ষতা উন্নয়নে বাংলাদেশে কার্যক্রমের প্রশংসা করেন উপ-রাষ্ট্রপতি।
এ সময় মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের করোনার টিকা দেওয়ায় উপ-রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান ইমরান আহমদ। বৈঠকে মালদ্বীপে শ্রমবাজার পরিস্থিতি, বাংলাদেশি কর্মীদের প্রসঙ্গে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সফররত মালদ্বীপের উচ্চশিক্ষামন্ত্রী ড. ইবরাহিম হাসান, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মালদ্বীপের পররাষ্ট্র সচিব আবদুল গফুর মোহাম্মদ প্রমুখ।