বিমানের ধাক্কায় গরুর মৃত্যু: ৪ আনসার প্রত্যাহার

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১ | ১০:১৪ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২১ | ১০:১৪
কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমানের ধাক্কায় দুই গরু মারা যাওয়ার ঘটনায় চার আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা ঘটনার সময় রানওয়ে এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবে এখনও গরুর মালিক খুঁজে পাওয়া যায়নি।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তুজা বলেন, ওই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চার আনসার সদস্যকে বিমানবন্দর থেকে প্রত্যাহার করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নং- ইএ ৪৩৪) রানওয়ের ১৭ নম্বর ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় ডান পাশের পাখায় ধাক্কা লেগে ২টি গরু ঘটনাস্থলেই মারা যায়। বিমানটি সফলভাবে উড্ডয়নের পর নভোএয়ার ও ইউএস বাংলার দু'টি ফ্লাইটও উড্ডয়ন করে। বাংলাদেশ বিমানের যে ফ্লাইটের পাখার ধাক্কায় গরু মারা যায় সেটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সব প্রস্তুতি নেওয়ার পর নামার অনুমতি পায়। এ জন্য বিমানটিকে নির্দিষ্ট সময়ের চেয়ে ২০ মিনিট বেশি আকাশে উড়তে হয়।
কক্সবাজারের ১৪ এপিবিএনের অধিনায়ক নাইমুল হক সমকালকে বলেন, কক্সবাজার রানওয়েতে যা ঘটেছে তা ভয়ঙ্কর।