জাপানি দুই শিশু ১৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে: আদালত

সন্তানদের সঙ্গে মা এরিকো নাকানো।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১ | ০০:০৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ | ০০:১১
জাপান থেকে আসা দুই শিশু আগামী ৩ জানুয়ারি পর্যন্ত তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর সঙ্গে থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত।
বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে মায়ের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।
আদেশে আরও বলা হয়, শিশুরা তাদের বাবার সঙ্গে ঘনিষ্ঠ। শিশুদের বাবা ইমরান শরীফ সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়া শিশুদের নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত করতেও বলেছেন আদালত।
এর আগে গত ২১ নভেম্বর এই দুই শিশু তাদের বাবার কাছে থাকবে বলে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। আদালত বলেছিলেন, যেহেতু মা জাপানি নাগরিক, সেখানে তার বসবাস ও কর্মস্থল সে কারণে তিনি তার সুবিধামত সময়ে বাংলাদেশে এসে শিশুদের সঙ্গে প্রতিবার কমপক্ষে ১০ দিন একান্তে সময় কাটাতে পারবেন। এক্ষেত্রে বছরে তিনবার বাংলাদেশে তার যাওয়া-আসাসহ ১০ দিন অবস্থানের যাবতীয় খরচ শিশু দুটির বাবাকে বহন করত হবে। তবে, এর চেয়ে অতিরিক্ত যাওয়া-আসা বা বাংলাদেশে অবস্থানের ক্ষেত্রে খরচ মা নিজে বহন করবেন।
পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন শিশুদের মা। গত ১২ ডিসেম্বর ওই আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদেশে বলা হয়, ১২ ডিসেম্বর রাত ১০টায় দুই শিশুকে তাদের মায়ের কাছে পাঠাতে হবে। তারা ১৩ ও ১৪ ডিসেম্বর মায়ের সঙ্গে (গুলশানের বাসায়) থাকবে। এ ছাড়া তাদের নিয়ে বুধবার সকাল ৯টায় আদালতে আসতে বলা হয়েছিল মা এরিকোকে।
কিন্তু আদেশ অনুসারে ১২ ডিসেম্বর রাতে শিশুদের মায়ের কাছে দেওয়া হয়নি বলে পরদিন সকালে আদালতকে অবহিত করেন শিশুদের মায়ের আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে শিশুদের বাবাকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। পরে খাসকামরায় শিশু ও তাদের মা–বাবার বক্তব্য শোনেন আদালত।
শুনানি নিয়ে আদালত বলেন, শিশুদের তাদের মায়ের কাছে দিতে বলা হয়েছিল। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যা চরম আদালত অবমাননাকর। আদালতের আদেশ বাস্তবায়ন করতে হবে। আর ১৫ ডিসেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। আদালতের ওই শুনানির পর ১৩ ডিসেম্বর বিকেল ৫টায় বাবা ওই দুই শিশুকে তার মায়ের কাছে (গুলশানের বাসায়) বুঝিয়ে দেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ জুলাই এরিকোকে বিয়ে করেন ইমরান। এই দম্পতির তিন মেয়ে। চলতি বছরের ১৮ জানুয়ারি বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। আর ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। পরে ছোট মেয়েকে তার নানির কাছে রেখে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো। গত ১৯ আগস্ট ইমরানের কাছ থেকে দুই মেয়েকে ফিরে পেতে ঢাকায় এসে রিট করেন মা এরিকো। আর ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন বাবা ইমরান। পৃথক দুই রিটের ওপর শুনানি নিয়ে আদালত গত ২১ নভেম্বর হাইকোর্ট ইমরানের করা রিট খারিজ করে ওই আদেশ দেন।