দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত নতুন রোগীদের ২০২ জনই ঢাকা বিভাগের। ফাইল ছবি।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১ | ১২:৫৪ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ | ১২:৫৪
করোনায় আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৫৭ জন। বৃহস্পতিবার গণমাধমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিন সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন রোগীসহ দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৪১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৮১ জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার মোট মানুষের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জনের দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত নতুন রোগীদের ২০২ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৮ শতাংশের বেশি।
এ দিন করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন। অন্য বিভাগে কেউ মারা যাননি।
গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার ১ দশমিক ২ শতাংশ, আগের দিন যা ছিল ১ দশমিক ৫ শতাংশ।