ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ৩১ জানুয়ারি

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ৩১ জানুয়ারি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১ | ০৭:২০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ | ০৭:২০

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ইউপিগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে এক বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। 

তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপে ২১৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ৩ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩১ জানুয়ারি। 

আরও পড়ুন

×