লঞ্চে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণ ও তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১ | ০২:২৩ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ | ০৪:৪৬
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৫০ লাখ এবং গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণেরও আদেশ চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ও লঞ্চের মালিককে বিবাদী করা হয়েছে।
রিটকারী ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের জানান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট শুনানির জন্য উপস্থাপন করা হবে। ওই বেঞ্চের কার্যতালিকা এলে চলতি সপ্তাহে রিটের শুনানি হতে পারে।
ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে গত শুক্রবার ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লেগে এখন পর্যন্ত ৪০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অনেকে।