৪০তম বিসিএস লিখিত: ফল পুনর্মূল্যায়ন দাবিতে অনড় একাংশের শিক্ষার্থী

ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১ | ১০:০৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ | ১০:০৮
পরীক্ষায় বসা একাংশের চাকরিপ্রত্যাশীরা ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে অনড় রয়েছেন। দাবি আদায়ে লেগে থাকার ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একই দাবি জানিয়েছেন তারা।
চাকরিপ্রত্যাশীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। তিনি বলেন, গত ২৭ জানুয়ারি ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলের তালিকায় ওএমআর ওভারল্যাপিং অথবা যান্ত্রিক ত্রুটির কারণে ভালো ফলপ্রত্যাশীরাও বাদ পড়েন। বিষয়টি অবহিত করে এর সমাধানে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে গত ফেব্রুয়ারিতে আলাদা তালিকাসহ দুটি আবেদন দাখিল করলেও পিএসসি কর্তৃপক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে হাইকোর্টে রুল করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফল পুনর্মূল্যায়নপ্রত্যাশী মোহাম্মদ আবু ফজল, মিজানুর রহমান, অরূপ সরকার, বিশ্বজিৎ সরকার, মনিরুল ইসলাম প্রমুখ।