ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী

প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১ | ০৭:৫৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ | ০৮:২০

আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে নিয়োগ পেতে যাচ্ছেন। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী আইন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দুই-একদিনের মধ্যে এ নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

যদিও এই নিয়োগের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক সমকালকে বলেছেন, ‘রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। এটি রাষ্ট্রপতির সর্বময় ক্ষমতা। তিনি যে নামই প্রস্তাব করবেন, তাকেই প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হবে।’ তবে তিনি কোনোভাবেই পরবর্তী প্রধান বিচারপতি কে হচ্ছেন, সে বিষয়ে মন্তব্য করতে সন্মত হননি।

কবে নাগাদ প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হবে এমন কোনো সম্ভাবনা দেখছি না।’

এদিকে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৪৭ মাস দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার অবসরে যাচ্ছেন। গত দুই দশকে দেশের ইতিহাসে তিনিই সর্বোচ্চ সময় এ পদে আসীন ছিলেন। বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছেন, প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির সর্বময় ক্ষমতা। রাষ্ট্রপতি নিশ্চয় তার সুবিবেচনায় যোগ্য মনে করে সংবিধানের পরিধির মধ্যে তার যে ক্ষমতা, তা ব্যবহার করবেন। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের যেকোনো বিচারপতিকেই প্রধান বিচারপতি পদে নিয়োগ দিতে পারেন। বিচারপতিরা প্রত্যেকেই প্রধান বিচারপতি হওয়ার যোগ্য।

২০১৭ সালের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার পদত্যাগ করার পর ৮২ দিন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। বিধি অনুসারে ২০১৮ সালের ৩১ জানুয়ারি প্রধান বিচারপতি এস কে সিনহার মেয়াদ শেষ হয়। এরপর একই বছরের ১ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন।

পরদিন বঙ্গবভবনে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেনের কার্যকাল শুরু হয়। গত ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার বিচারিক জীবনের শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রধান বিচারপতি পদে সৈয়দ মাহমুদ হোসেনের কর্মদিবস শেষ হচ্ছে।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২০০১ সালের শুরুতে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারক হওয়া সৈয়দ মাহমুদ হোসেন ২০১১ সালে আপিল বিভাগের বিচারক পদে উন্নীত হন। এর আগে ১৯৯৯ সালে সৈয়দ মাহমুদ হোসেন সহকারী অ্যাটর্নি জেনারেলেরও দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিএসসি ডিগ্রি নেওয়ার পর এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৮১ সালে আইন পেশায় যুক্ত হন। নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে ২০১৮ সালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছয় সদস্যের যে সার্চ কমিটি গঠন করেছিলেন, তার প্রধান ছিলেন তিনি।

আরও পড়ুন

×