ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৫ জনকে সহকারী জজ পদে নিয়োগের নির্দেশ

৫ জনকে সহকারী জজ পদে নিয়োগের নির্দেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২ | ০৪:৫৩ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ | ০৪:৫৩

দশম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত পাঁচ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন- আহসান হাবীব, আবদুল্লাহ আল হাসিব, সৈয়দ ইয়াসির আরাফাত, আমিনুল ইসলাম ও আবদুল্লাহ আল আমান।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

জানা গেছে, দশম বিজেএস-এর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিলে রিটকারীরা আবেদন করেন। পরে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু এরপরও তাদের নিয়োগ না দেওয়ায় ২০১৯ সালে তারা হাইকোর্টে রিট করেন। পরে ওই রিটের ওপর শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। বুধবার ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট।

আরও পড়ুন

×