ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা

বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২ | ২১:৫৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ | ২১:৫৫

করোনাভাইরাসের বুস্টার ডোজের ক্ষেত্রে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এক নির্দেশনায় এ কথা বলা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ ভ্যাকসিনেশনের কার্যক্রমে দেশের সকল পর্যায়ে ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ/বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো। এক্ষেত্রে ফাইজার ভ্যাকসিন শুধু স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের (১২-১৭ পূর্ণ বছর বয়সী) উভয় ডোজ এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণের বিষয়ে নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে এ চিঠি পাঠানো হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।



  

আরও পড়ুন

×