ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মীর জামাল

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মীর জামাল

ডাঃ মীর জামাল উদ্দিন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২ | ১৩:৩৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ | ১৩:৩৯

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ও হাসপাতালের বর্তমান পরিচালক ও অধ্যাপক ডাঃ মীর জামাল উদ্দিনকে একই প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যাপক হিসেবে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। উলেল্গখ ১৯ জানুয়ারি ২২ইং তারিখ তাঁর ৫৯ বছর পূর্ণ হওয়ায় শেষ কর্ম দিবস ছিল।

অধ্যাপক ডাঃ মীর জামাল উদ্দীন ১৯৮৫ সালে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ থেকে এম বি বি এস পাশ করে ১৯৮৯ সালে ৮ম বিসিএস এর মাধ্যমে সরকারী চাকরিতে যোগদান করেন। ১৯৯৭ সালে এম ডি কার্ডিওলজি কোর্স পাশ করেন। অধ্যাপক কার্ডিওলজি পদে ২০১৩ সালে পদোন্নতি প্রাপ্ত হন। ২০১৯ সালে নভেম্বর মাসে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালকের দায়িত্বপ্রাপ্ত হন। তিনি দেশে ইন্টারভেশনাল কার্ডিওলজি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পথিকৃত।

অধ্যাপক মীর জামাল উদ্দীন তাকে পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি দেশের সরকারী পর্যায়ের হৃদরোগের সয়ংসম্পূর্ণ একমাত্র হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি হৃদরোগ চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের মহাসচিব এছাড়াও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুন

×