ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বৃত্তি নিয়ে মাস্টার্স ও পিএইচডি

বৃত্তি নিয়ে মাস্টার্স ও পিএইচডি

পিএইচডি ডিগ্রি অর্জন করতে গেলে আপনার প্রাথমিক যোগ্যতা থাকতে হবে - ছবি :সংগ্রহ

নাফিজ ইমতিয়াজ

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ | ০০:৪৭

আমাদের অনেকেরই লক্ষ্য থাকে বিদেশে গিয়ে এমএস, পিএইচডি করার। কিন্তু অনেকেই জানেন না বিভিন্ন ইউনিভার্সিটি এ বিষয়ে বৃত্তি দিয়ে থাকে। বর্তমানে জাপান, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জার্মানিসহ বেশকিছু দেশ বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার (এমএস, পিএইচডি) জন্য স্কলারশিপ দিচ্ছে। এখন প্রশ্ন হলো, বিদেশে উচ্চশিক্ষার জন্য ক্রাইটেরিয়া কী? পিএইচডি ডিগ্রি অর্জন করতে গেলে প্রথমে আপনার প্রাথমিক যোগ্যতা থাকা চাই। যেমন-
-যে কোনো বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- বিদেশে স্কলারশিপসহ উচ্চশিক্ষার জন্য ক্রাইটেরিয়া হলো
- স্নাতক বা স্নাতকোত্তরে CGPA 3.5-3.75 (Out of 4.00; দেশভেদে ভিন্নতা আছে); IELTS (The International English Language Testing System) for study-তে  score 7.0 to 7.5 (Out of 9.0);

- First Author হিসেবে দু-একটি মোটামুটি ভালো মানের গবেষণা প্রবন্ধ (তবে দু-একটি দেশে এমএস অধ্যয়নের ক্ষেত্রে প্রয়োজন হয় না);
- সাধারণত বয়স ৩৫ বা ৩৫-এর কম হতে হবে। তবে এর বাইরে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট থাকতে পারে। গতানুগতিক কিছু বৃত্তির বাইরে প্রায় প্রতিবছর বেশকিছু ইউনিভার্সিটি, আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান বৃত্তি দিয়ে থাকে। তেমন কয়েকটি বৃত্তির খবর দেওয়া হলো।

কানাডার সাস্কাচুয়ান বৃত্তি
কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয় বৃত্তি দিয়ে থাকে।এমএস ও ডক্টরাল ডিগ্রির জন্য এ বৃত্তি দেওয়া হয়ে থাকে। সারা বিশ্বের যে কেউ এ বৃত্তির জন্য আবেদন করতে পারে। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডার একটি বৃত্তি। সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এই বৃত্তি পেলে পড়াশোনার মাধ্যম হয় ইংরেজি।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ
ইসলামিক উন্নয়ন ব্যাংক মাস্টার্স, পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণা প্রোগ্রাম অধ্যয়নের জন্য বৃত্তি দেয়। বৃত্তিমূলক শিক্ষার জন্য সর্বাধিক অর্থায়নের একটি বৃত্তি হলো আইএসডিবি বৃত্তি। এ স্কলারশিপের আবেদনের জন্য কোনো ফি নেওয়া হয় না। প্রায় সব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেয় আইডিবিএস।

কমনওয়েলথ বৃত্তি
যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ মিলবে এই বৃত্তি পেলে। ছয়টি বিষয়ে উচ্চশিক্ষার জন্য এই বৃত্তি প্রদান করা হয়।

ফ্রান্সে বৃত্তি
আইফেল এক্সেলেন্স বৃত্তি নিয়ে ফ্রান্সে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে।
ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।

স্কলারশিপে কাতার বিশ্ববিদ্যাল
স্নাতকোত্তর ও পিএইচডি করতে ফুল-ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে কাতার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। কাতার সরকারের অর্থায়নে দেওয়া সম্মানজনক এই বৃত্তিটির আওতায় সব টিউশন ফি, আবাসন, উপবৃত্তি এবং বই-সংক্রান্ত খরচ বহন করে।

কেমব্রিজ গেটস স্কলারশিপ
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তি দিয়ে থাকে। যেটির নাম হচ্ছে গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ।ডিপ্লোমা, মাস্টার্স ও পিএইচডির জন্য এ বৃত্তি দেওয়া হয়।

আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ
যে কোনো বিষয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা আজারবাইজান সরকারের কাছ থেকে এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। প্রার্থীরা যদি এই বৃত্তি পান তবে তারা নিজ খরচায় টিউশনের পাশাপাশি মাসিক ভাতাও পাবেন।অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা স্নাতক, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করার সুযোগ থাকে।

আরও পড়ুন

×