ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সংবাদ পর্যালোচনা

সরকারের কম্বলে শীত যায় না গরিবের

সরকারের কম্বলে শীত যায় না গরিবের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৪১ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৪১

সরকারিভাবে দরিদ্রদের মাঝে বিতরণ করা কম্বল নিয়ে অভিযোগ সারাদেশেই। কারণ, এসব কম্বলে শীত নিবারণের মূল উপাদান উলের অস্তিত্ব নেই। আগে প্রায় আড়াই কেজি ওজনের কম্বল বিতরণ হতো। এবার তা কমিয়ে দেড় কেজি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিতরণ করা হয়েছে ৮০০-৯০০ গ্রাম ওজনের কম্বল। ফলে সরকারি কম্বল পেয়েও শীত কাটছে না শীতার্তদের।

সংশ্নিষ্টদের অভিযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অদক্ষতা, সেই সঙ্গে তদারকির অভাবে কল্যাণকর উদ্যোগটি কাজে আসেনি। কম টাকায় কম্বল ক্রয়ের নামে হয়েছে অনিয়ম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর কম্বলের যে উপাদান তালিকা (স্পেসিফিকেশন) তৈরি করেছিল, তাও মানা হয়নি। ক্রয়ের ক্ষেত্রে বিধি মানেননি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ও ডিসি-ইউএনরা। জেলা-উপজেলায় যেসব কম্বল ২৫০ থেকে ৪০০ টাকায় কেনা হয়েছে; বাজার যাচাই করে দেখা যায়, সে কম্বলের দাম ১৫০ থেকে ২০০ টাকা। যদিও কম্বলপ্রতি সরকারি বরাদ্দ ছিল ৭০০ টাকা।

জানা যায়, শীতার্তদের জন্য কম্বল কিনতে অর্থবছরের শুরুতে ৫০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু দরপত্র আহ্বানে দেরি করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। পরে সব দরপত্র বাতিল করে দিয়ে ৬৪ জেলার ৪৯২টি উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে টাকা ভাগ করে দেওয়া হয়। জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহীদের (সিইও) অনুকূলে সরাসরি সে টাকা বরাদ্দ দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, ত্রাণ অধিদপ্তর কম্বলের দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, পুরুত্ব, উপাদান, রংসহ ৯টি শর্ত দিয়েছিল। কম্বলের ওজন ধরা হয়েছিল ১৫০০ গ্রাম। কিন্তু মাঠ পর্যায়ে এর একটি শর্তও না মেনে কেনা হয়েছে সর্বনিম্নমানের কম্বল।

আলোচনা করেছেন সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস ও স্টাফ রিপোর্টার দেলওয়ার হোসেন

>>সরকারের কম্বলে শীত যায় না গরিবের

আরও পড়ুন

×