ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার নথি খুঁজতে রিট

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার নথি খুঁজতে রিট

চিত্রনায়ক সোহেল চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৪০ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৪২

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার নথি গায়েব হওয়ার ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভূইয়া রাসেল এ রিটটি দায়ের করেন।

রিটে মামলার নথি কেন পাওয়া যাচ্ছে না এবং এর সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি মামলার বিচার দ্রুত শেষ করতেও নির্দেশনা চাওয়া হয়।

রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্নিষ্ট ছয়জনকে বিবাদী করা হয়েছে।

গত ২৩ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে 'নায়ক খুনের মামলা গুম' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন

×