'আবরার ফাহাদকে নিয়ে ভাবলেই চোখে জল এসে যায়'

আবরার ফাহাদ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৩৮ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৩৮
'আবরার ফাহাদ জীবিত থাকতে জন্মদিনে বাড়িতে বড় কোনো আয়োজন না হলেও ওর পছন্দের খাবার রান্না করা হতো। দুই ভাই একসঙ্গে খেত সেসব খাবার। ছোট ভাই আবরার ফায়াজকে খুব স্নেহ করত আবরার ফাহাদ। তবে সেসব স্মৃতি এখন অতীত। ভাবলেই চোখে জল এসে যায়। বাড়ির সবাই কষ্ট পায়।' শনিবার বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের জন্মদিন নিয়ে মোবাইল ফোনে কথা হলে তার মা রোকেয়া খাতুন এভাবে স্মৃতিচারণ করেন। বাবা বরকতুল্লাহ বলেন, ছোট ছেলেও ইঞ্জিনিয়ারিং ভর্তির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
আবরারের মা রোকেয়া খাতুন বলেন, আবরারের মামলার রায় হয়েছে কিছুদিন আগে। এসব নিয়ে আমরা সব সময় চিন্তায় থাকি। মন থেকে কখনও ছেলেকে ভুলতে পারি না। ওর নানা স্মৃতি ঘুরেফিরে মনে আসে।
বাবা বরকতুল্লাহ বলেন, এখন আর জন্মদিন নিয়ে ভেবে কী হবে? ছেলেকে হারিয়ে আমাদের আর ওসব নিয়ে ভেবে কষ্টই বাড়ে শুধু। ছোট ছেলের স্ট্যাটাসটি তিনি দেখেছেন বলেও জানান। ওরা ঢাকায়, ফোনে কথা হয়েছে।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যান শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করেন। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
- বিষয় :
- আবরার ফাহাদ
- জন্মদিন
- স্মৃতি
- বুয়েট শিক্ষার্থী