সাফারি পার্কে ১৩ প্রাণীর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

সমকাল প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ০২:২৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ০২:২৬
গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ১৩ প্রাণীর মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে দ্রুততম আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পাশাপাশি বঙ্গবন্ধু সাফারি পার্কের ১১ জেব্রা, এক বাঘ ও এক সিংহের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা কেন অবৈধ হবে না মর্মে রুলও জারি করেন হাইকোর্ট।
বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক, সাফারি পার্কের প্রকল্প পরিচালক, সহকারী বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা, বন সংরক্ষক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ হাইকোর্টে রিট পিটিশনটি করেন।
- বিষয় :
- হাইকোর্ট
- রিট
- বঙ্গবন্ধু সাফারি পার্ক
- রিট পিটিশন