মাইলস্টোন কলেজে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ১৮২৯

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:১০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:১০
এবারের এইচএসসির ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২৮৭৮ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার শতভাগ। শতভাগ পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮২৯ জন।
বিজ্ঞান বিভাগ থেকে ২৩৪৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১৭২৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। সেখানে জিপিএ-৫ পেয়েছে ৭১ জন। মানবিক বিভাগ থেকে ২০২জন পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।
অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.) জানান, গ্রাম থেকে অনেক শিক্ষার্থী মাইলস্টোন কলেজে পড়তে আসে; যাদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না কিন্তু এইচএসসিতে তারাও জিপিএ-৫ অর্জন করে। এটি মাইলস্টোন কলেজের ভালো ফলাফলের অন্যতম সুন্দর বৈশিষ্ট্য।
অধ্যক্ষ বলেন, মাইলস্টোন কলেজে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়াশুনার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয়, যাতে তারা সুশিক্ষা গ্রহণ করে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
এইচএসসিতে আশানুরূপ ফলাফল অর্জনের জন্য মাইলস্টোন কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কৃতকার্য শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্নিষ্ট সকলকে আন্তরিক অভিবাদন জানিয়েছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.)।
- বিষয় :
- এইচএসসি
- ফল প্রকাশ
- মাইলস্টোন কলেজ
- শতভাগ পাস
- জিপিএ-৫