ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হিমেল স্মরণে রাবিতে রক্তদান কর্মসূচি

হিমেল স্মরণে রাবিতে রক্তদান কর্মসূচি

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ০২:৫৮ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ০২:৫৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল স্মরণে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার 'প্রেমবঞ্চিত সংঘ' নামের সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সকাল ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে রক্তদান কর্মসূচি।

এছাড়া সংগঠনের উদ্যােগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং গরীব অসহায় মানুষদের খাবার দেওয়া হয়।

সংঘের সভাপতি কাজী মোহাম্মদ নোমান বলেন, হিমেল ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত হয়েছেন, তার স্মরণে এই কর্মসূচি। অনেক সময় রক্তের জন্য রোগীর স্বজনদের দৌড়াদৌড়ি করতে হয়। তারা সঠিক সময়ে রক্তের জোগাড় করতে পারে। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে ব্লাডের অভাবে যেন কোনো রোগী মারা না যায়। আমরা সবাই রক্ত দেব এবং রক্ত দেওয়াকে উদ্বুদ্ধ করব। একজন সুস্থ মানুষের দেওয়া রক্তে আরেকজন অসুস্থ মানুষের জীবন বাঁচবে।

আরও পড়ুন

×