কাজী রোজী মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গেছেন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ - ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৪৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৪৭
বিশিষ্ট কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ রোববার এক শোকবার্তায় তিনি বলেন, কাজী রোজী তার লেখনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গেছেন।
তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খবর বাসসের
রাষ্ট্রপ্রধান কাজী রোজীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, একুশে পদকপ্রাপ্ত কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজী আজ রোববার ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
- বিষয় :
- কাজী রোজী
- রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতির শোক