বুস্টার ডোজ নিতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন খালেদা জিয়া

বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:৪৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:৪৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নিতে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে তিনি গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জেড এম জাহিদ শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে মিডিয়া ব্রিফ করবেন বলে জানা গেছে।