সিইসি হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছিল এনপিপিও

কাজী হাবিবুল আউয়াল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১০:২৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১০:২৫
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নাম শুধু ডা. জাফরুল্লাহ চৌধুরীই নন, একটি দলও প্রস্তাব করেছিল। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নাম প্রস্তাব তালিকার অগ্রভাগে রয়েছেন সাবেক এ সচিব।
শনিবার দলটির নাম প্রস্তাব তালিকাটি সমকালের হাতে আসে। সেখানে দেখা যায়, তালিকার তিন নম্বরে রয়েছে, কাজী হাবিবুল আউয়ালের নাম, যাকে রাষ্ট্রপতির সুপারিশে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া দলটির তালিকায় আরও একজনের নাম রয়েছে, যিনি নতুন নির্বাচন কমিশনে (ইসি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খানের নামও প্রস্তাব করেছিল দলটি। তালিকাটির পাঁচ নম্বরে রয়েছে তার নাম।
দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল স্বাক্ষরিত ওই প্রস্তাবনায় মোট নাম প্রস্তাব করা হয়েছিল মোট আটটি।
এদিকে সার্চ কমিটির কাছে কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও। তিনি যে আটজনের নাম প্রস্তাব তালিকা দিয়েছিলেন, সেখানে আট নম্বরে ছিল হাবিবুল আউয়ালের নাম।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন ডা. জাফরুল্লাহ। সেখানে আটজনের নাম প্রস্তাব করেন তিনি।
ডা. জাফরুল্লাহ যাদের নাম প্রস্তাব করেন, তারা হলেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সচিব শওকাত আলী, খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়াল।
শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সুপারিশে সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়।
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান এতে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি পর্যায়ে সবার কাছে নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের নাম চাওয়া হয়। আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক দল নাম পাঠায়। অনেকে ব্যক্তিগতভাবেও নাম পাঠান।
সার্চ কমিটির কাছে মোট ৩২২ জনের নাম জমা পড়ে। এরপর তারা কয়েকটি বৈঠক করে ১০ জনের নাম চূড়ান্ত করেন। গত বৃহস্পতিবার তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই ১০ জনের তালিকা জমা দেন।