নারী অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে কাজ করছে ‘ফ্রেন্ডশিপ’
-samakal-621e03990fb38.jpg)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ মার্চ ২০২২ | ০৫:২৯ | আপডেট: ০১ মার্চ ২০২২ | ০৫:২৯
প্রত্যন্ত এলাকায় বাল্য বিয়ে, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ; কিশোরী, মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতের পাশাপাশি নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'ফ্রেন্ডশিপ'। এ সংস্থার অধিকাংশ কর্মসূচি নারীবান্ধব।
রাজধানীতে কর্মরত গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা রুনা খান।
মঙ্গলবার রাজধানীর বারিধারায় ফ্রেন্ডশিপের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রুনা খান বলেন, ‘এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যের সাথে ফ্রেন্ডশিপের কর্মসূচির যথেষ্ট মিল রয়েছে। কারণ জাতিসংঘ ঘোষিত নারী দিবসের প্রতিপাদ্য- আজকের লিঙ্গ সমতা, আগামীর টেকসই উন্নয়ন।’
তিনি জানান, প্রান্তিক অঞ্চলে নারীর অধিকার, ক্ষমতায়ন এবং শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে ফ্রেন্ডশিপ। ফলে আগের তুলনায় আমাদের কর্মসূচি এলাকা যমুনা-ব্রহ্মপুত্রের প্রত্যন্ত চরে যৌতুক, বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। করোনাকালে বিকল্প পাঠদান এবং বিশেষ ব্যবস্থার কারণে প্রান্তিক অঞ্চলে মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার্থী ঝরে পড়ার হার কমানো সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফ্রেন্ডশিপ সুশাসন বিভাগের প্রধান ব্যারিস্টার আয়শা তাহসিন খান, স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. গোলাম রসুল, টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিভাগের প্রধান মো. কামাল উদ্দিন।
বক্তারা জানান, নারী অধিকার রক্ষায় স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে কুড়িগ্রামের ফ্রেন্ডশিপের অনলাইন আইনি তথ্য ও সেবা কেন্দ্র। আর এ সংস্থার কর্মকাণ্ডে তৃণমূলে নারীদের মধ্যে বেড়েছে স্বাস্থ্য সচেতনতা।