হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্ক কেন লম্বা করেননি এশা গুপ্তা

হার্দিক পান্ডিয়া ও এশা গুপ্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১৮:৩৯ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ১৮:৪১
কয়েকবছর আগে গুঞ্জন উঠেছিল বলিউড অভিনেত্রী এশা গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সে সময় একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছিল। গুঞ্জনের মধ্যেই অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন হার্দিক।
হার্দিকের বিয়ের আগে এশার সঙ্গে সম্পর্কে থাকলেও কেন তারা বিয়ে করেননি তা নিয়ে প্রশ্ন রয়েছেন অনুরাগীদের মনে। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে এই গুজবের জবাব দেন অভিনেত্রী।
এশা গুপ্তা বলেন, ‘হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই আমদের মধ্যে কথা হয়েছিল। তখন আমাদের মধ্যে সম্পর্কের সম্ভাবনা ছিল যা বাস্তবায়িত হয়নি।’
এশা বলেন, ‘কিছুদিন আমরা কথা বলছিলাম। আমার মনে হয় না আমরা ডেটিং করছিলাম। আমাদের সম্পর্ক হয়তো হবে, হয়তো হবে না- এমন পর্যায়ে ছিলাম। ডেটিং পর্যায়ে পৌঁছানোর আগেই এটা শেষ হয়ে যায়।’
তাদের সম্পর্ক কীভাবে ভেঙেছিল সে বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী। এশা বলেন, ‘আমরা দ্রুতই বুঝতে পেরেছিলাম আমাদের মধ্যে তেমন মিল নেই। আর সবারই আলাদা একটা পছন্দ আছে। লাইমলাইটের চেয়ে আমি পরিবার ও বাস্তব জীবন বেশি পছন্দ করি। অবশ্যই আমি আমার কাজকে ভালোবাসি। ক্যামেরা না থাকলে এশা গুপ্তা থাকত না।’
সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি না তিনি আমার মতো চিন্তা করতেন। তাই সম্পর্ক অগ্রসর হয়নি। এমন নয় যে তার বা আমার মধ্যে কিছু ঘাটতি ছিল। আমরা খুব আলাদা ছিলাম। এক বা দুই মাসের মধ্যে দুইজনেই বুঝতে পেরেছিলেন, আমি তার টাইপ নই। আমিও বুঝতে পেরেছিলাম তিনি আমার মত নন।’
এশাকে শেষবার ববি দেওলের সাথে ‘এক বদনাম আশ্রম পার্ট ৩’তে দেখা গিয়েছিল। তিনি ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভার্ড’-এ ডিসিপি লক্ষ্মী রাঠির চরিত্রেও অভিনয় করেন।
- বিষয় :
- হার্দিক পান্ডিয়া
- বলিউড
- এশা গুপ্তা