ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫
বুধবার, ০২ জুলাই ২০২৫
আবার নতুন বলিউডের বাতাসে ভাসতে শুরু করেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়েবিচ্ছেদের গুঞ্জন। গত কয়েক বছরে বহুবার শোনা গেছে, স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন ঐশ্বরিয়া।
এশা গুপ্তা সেই তারকাদের একজন, যাঁকে নিয়ে দর্শক আগ্রহ কখনও ভাটা পড়েনি। অভিনেত্রী হিসেবে সেভাবে প্রশংসা কুড়াতে না পারলেও সবসময় আলোচনায় ছিলেন আবেদনময়ী তারকা হিসেবে। বলিউডে তাঁর কাজের সংখ্যাও একেবারে কম নয়।
‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও মডেল ও বিগ বস ১৩-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া ভারতীয় তারকা শেফালি জারিওয়ালা মারা গেছেন। শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৪২ বছর।
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা এখন তরুণ মনের ক্রাশ। একের পর এক সিনেমায় অভিনয় করে হচ্ছেন শিরোনাম। বিশেষ করে ‘পুষ্পা’ সিনেমায় অভিনয় করে পরিচিত পেয়েছেন বিশ্ব জুড়ে।
কয়েকবছর আগে গুঞ্জন উঠেছিল বলিউড অভিনেত্রী এশা গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সে সময় একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছিল। গুঞ্জনের মধ্যেই অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন হার্দিক।
ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তার বর্ণময় জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকের উত্তেজনা তুঙ্গে। ‘মহারাজ’-এর চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়েও বিস্তর আলোচনার শেষে ছিল না।
প্রেক্ষাগৃহে ২১ জুন মুক্তি পেয়েছে আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিতারে জামিন পার’। বক্স অফিসে শুরুটা ভালো না হলেও সপ্তাহান্তে ব্যবসার গতি বেশ বাড়িয়েছে সিনেমাটি। অর্থাৎ মাত্র চার দিনে ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে ‘সিতারে জামিন পার’।
একসময় ৫০০ টাকায় কাজ করতেন তিনি। আজ সেই কপিল শর্মাই একটি শোর জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৫ কোটি টাকা! গোটা একটা সিজনে তাঁর আয় ৬৫ কোটি, আর তিনটি সিজন মিলিয়ে ১৯৫ কোটি টাকা! এমন অঙ্ক শুনলে অবাক হতে হয়।
ষাটের দশকের সাড়া জাগানো নায়িকা মীনাকুমারীর জীবনী নিয়ে সিনেমা নির্মাণ হচ্ছে। গত বছর এ ঘোষণা দিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ পি মলহোত্র। মীনাকে পর্দায় জীবন্ত করার ডাক পেয়েছেন এই প্রজন্মের দুই প্রথম সারির নায়িকা- কৃতি শ্যানন, কিয়ারা আদভানি।
কর্মজীবন ও পরিবারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে নতুন পথে হাঁটার কথা ভাবছে বলিউড। ৮ ঘণ্টা কাজ, মাসের বিশেষ বিশেষ দিনে বিশ্রামের মতো মৌলিক বেশ কিছু দাবিতে সরব হচ্ছেন শিল্পীরা। বিষয়টি নিয়ে বলিউডে গত কয়েক দিন ধরে চর্চা তুঙ্গে।
এক যুগ আগে ‘তারে জমিন পার’এর মাধ্যমে দর্শকের চোখে জল এনে দিয়েছিলেন আমির খান। শিশুদের মনোজগৎ, সামাজিক বাস্তবতা ও মমতার গল্পে গড়া সেই সিনেমা হয়ে উঠেছিল যুগান্তকারী।