পানাহি প্রমাণ করলেন রাষ্ট্র শিল্পীর শরীরকে আটকাতে পারে, চিন্তাকে নয়
সিনেমা তৈরির অপরাধে রাষ্ট্রের চোখে অপরাধী তিনি। নিজের দেশেই গৃহবন্দী, নিষিদ্ধ, নিঃসঙ্গ। তবুও জাফর পানাহি থেমে যাননি। থামাননি ক্যামেরা। তার কাছে সিনেমা ছিল অস্ত্র, ছিল ভাষা, ছিল প্রতিরোধ। সেই সাহসী চলচ্চিত্র নির্মাতার নাম জাফর পানাহি ।
আপডেটঃ ২৫ মে ২০২৫ | ১৯:০৫