ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

চলে গেলেন হলিউডের প্রিয় মুখ জো মারিনেল্লি

চলে গেলেন হলিউডের প্রিয় মুখ জো মারিনেল্লি

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা জো মারিনেল্লি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১৩:১৮

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা জো মারিনেল্লি। ২২ জুন, রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা লি জে. ম্যাকক্লসকি।

স্মৃতিচারণ করে ম্যাকক্লসকি সামাজিক মাধ্যমে লেখেন, “আমি জানতাম জো কঠিন এক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাঁর মনোবল আর প্রাণশক্তি আমাকে সবসময় অবাক করেছে। অসাধ্য এক যুদ্ধ তিনি লড়ে গেছেনএবং সত্যিকার অর্থেই তিনি ছিলেন এক যোদ্ধা, এক চ্যাম্পিয়ন।”

তিনি আরও বলেন, “জো ছিলেন শুধু একজন অভিনয়শিল্পী নন, তিনি ছিলেন এক গভীর ও হৃদয়বান মানুষ। শিক্ষক, দার্শনিক বন্ধু এবং গল্প বলার এক অনন্য প্রতিভা। তাঁর মধ্যে হাস্যরস আর বোধের দারুণ এক মিশেল ছিল। তাঁর পরিবারেও রয়েছে শিল্প-সংস্কৃতির ঐতিহ্য-সেই ছোঁয়া তাঁর প্রতিটি কাজে পাওয়া যেত। প্রিয় এই বন্ধুকে হারিয়ে আমি শোকাহত।”

১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের কনেকটিকাটে জন্ম নেওয়া জো মারিনেল্লির শৈশব থেকেই অভিনয়ের প্রতি ছিল গভীর ভালোবাসা। উচ্চশিক্ষা নেন লস অ্যাঞ্জেলেসের লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটিতে। প্রথমে থিয়েটারে কাজ শুরু করলেও, খুব অল্প সময়েই তিনি টেলিভিশনের পর্দায় জায়গা করে নেন।

‘এল.এ. ল’ এবং ‘হিল স্ট্রিট ব্লুস’-এর মতো জনপ্রিয় সিরিজ দিয়ে তাঁর টিভি অভিষেক ঘটে। তবে দর্শকের হৃদয়ে স্থায়ী হয়ে ওঠেন ‘সান্তা বারবারা’ সিরিজের বান্নি তাগলিয়াত্তি চরিত্রে অভিনয়ের মাধ্যমে। পাশাপাশি ‘জেনারেল হসপিটাল’-এ জোসেফ এবং সাম্প্রতিক সময়ের ‘দ্য মর্নিং শো’-তে ডনি স্পাগনোলি চরিত্রে তাঁর অভিনয় ভীষণ প্রশংসিত হয়।

মারিনেল্লির ক্যারিয়ারে বৈচিত্র্য ছিল চোখে পড়ার মতো। ‘দ্য ওয়েস্ট উইং’, ‘হাউস’, ‘ডেসপারেট হাউসওয়াইভস’, ‘ভিক্টোরিয়াস’ এবং ‘দ্য অফার’-এর মতো নানা ধারার সিরিজে অভিনয় করে তিনি দেখিয়ে দিয়েছেন, তিনি একইসঙ্গে সিরিয়াস ড্রামার সংবেদনশীল মুখ এবং কমেডির প্রাণশক্তি।

সহ-অভিনেতারা সবসময়ই তাঁকে বলতেন অনুপ্রেরণাদায়ী এক শিল্পী। যে চরিত্রই তিনি করতেন, তাতে থাকত আত্মনিবেদন, মেধা আর হৃদয়ের ছাপ। পর্দার বাইরেও তিনি ছিলেন সহানুভূতিপূর্ণ, গভীর ও হাস্যরসিক একজন মানুষ।
 

আরও পড়ুন

×