প্রথম চলচ্চিত্রেই শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান-কে এই নাদিয়া মেল্লিতি?

বিজয়ের মঞ্চে নাদিয়া মেল্লিতি। ছবি: কান কর্তৃপক্ষ
অনিন্দ্য মামুন, কান (ফ্রান্স) থেকে
প্রকাশ: ২৫ মে ২০২৫ | ০৫:৩০ | আপডেট: ২৫ মে ২০২৫ | ০৫:৫০
২৩ বছর বয়সী এই তরুণী শনিবার সন্ধ্যায় কান উৎসবের প্যালেস দে ফেস্টিভ্যালের মঞ্চ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার হাতে নেন নাদিয়া মেল্লিতি। অভিনয় জগতে সম্পূর্ণ নবাগত নাদিয়া মূল চরিত্রে অভিনয় করেছেন “লা পেটিট ডের্নিয়ে” চলচ্চিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন হাফসিয়া হার্জি। এটি ফাতিমা দাসের ২০২০ সালে প্রকাশিত আত্মজীবনীমূলক কাহিনী অবলম্বনে নির্মিত তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
গল্পে দেখা যায়, ফিলোসফির ছাত্রী ফাতিমা। যিনি শহরতলীতে বাস করেন। নিজের লিঙ্গহীনতা নিয়ে লজ্জিত এবং তা পরিবারের কাছে প্রকাশ করেন না। ধীরে ধীরে সে নতুন সম্পর্ক গড়ে তোলে। নিজের যৌনতা আবিষ্কার করে ও প্রেমে পড়েন।
এই গল্পে অভিনয় করেই সেরার পুরস্কার জেতেন নাদিয়া। পুরস্কার পেয়ে তিনি বলেন, ‘এই অনুভূতি আমি বর্ণনা করতে পারছি না, এটি একদম অবিশ্বাস্য।’
বিশেষ করে তাঁর মাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,‘ মা, আমি জানি তুমি আমার কথা শুনছো। আশা করি তুমি গর্বিত।’
নাদিয়ার অভিনয়ের পেছনের গল্প
নাদিয়া প্যারিসের চাতেলে এলাকায় হাঁটছিলেন। তখন কাস্টিং ডিরেক্টর অড্রে জিনি তাকে খুঁজে পান। নাদিয়া কোনো অভিনয় প্রশিক্ষণ নেননি। সিনেমার প্রতি বিশেষ আগ্রহও ছিল না। তিনি শারীরিক ও ক্রীড়া বিজ্ঞানে বিভাগের ছাত্রী। “লা পেটিট ডের্নিয়ে” ছবির জন্য কাস্টিংয়ের সুযোগ পেয়ে তিনি অভিনয়ের চেষ্টা করেছেন কেবল। কিন্তু ভাবেননি এত বড় সুযোগ আসবে।
পরিচালক হাফসিয়া হার্জি বলেন, নাদিয়ার ছবি দেখে আমি মুহূর্তেই মুগ্ধ হয়েছি। যদিও আমি অন্যান্য কাস্টিংও চালিয়ে গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত নাদিয়ার সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত খুশি।
- বিষয় :
- কান চলচ্চিত্র উৎসব