নিজ বাড়ির সামনে হলিউড অভিনেতাকে গুলি করে হত্যা

জোনাথন জস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১৯:৪৮ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ২০:৪০
প্রখ্যাত হলিউড অভিনেতা জোনাথন জস (৫৯) নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হয়েছেন। রোববার (১ জুন) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিনোদনধর্মী সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সান আন্তোনিও এলাকায় জোনাথন জসের বাড়ির সামনেই এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
পুলিশ জানিয়েছে, ঘটনার আগে জস তাঁর এক প্রতিবেশীর সঙ্গে তর্কে জড়ান। প্রাথমিক তদন্তে জানা গেছে, তর্কের একপর্যায়ে ওই ব্যক্তির সঙ্গে থাকা একজন আচমকা গাড়ি থেকে নেমে জসকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় জোনাথনকে রাস্তায় পড়ে থাকতে দেখে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। তবে প্রাথমিকভাবে হত্যার পেছনে কী কারণ ছিল, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি তদন্তকারী দল।
উল্লেখ্য, ১৯৯৪ সালে অভিনয় জীবন শুরু করেন জোনাথন জস। সিটকম ঘরানার ‘কিং অব দ্য হিল’ এবং ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’ সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও ‘৮ সেকেন্ডস’, ‘টেক্সাস’ ও ‘ট্রু গ্রিট’-এর মতো সিনেমাতেও তিনি অভিনয় করেছেন।
শুধু অভিনয়ই নয়, সংগীতশিল্পী হিসেবেও তাঁর পরিচিতি ছিল। ভক্তদের হৃদয়ে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
- বিষয় :
- হলিউড