একুশে বইমেলা
হুমায়ূন না থেকেও আছেন

লতিফুল ইসলাম
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৩:৫০
অমর একুশে বইমেলার ১৮তম দিন শেষ হয়েছে গতকাল শনিবার। এই ১৮ দিনে মেলায় আসা বিভিন্ন লেখকের নতুন বইয়ের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এত বইয়ের ভিড়ে এখনও পাঠকের হৃদয়ে অমলিন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বই। মৃত্যুর এক যুগ পরও প্রকাশনীগুলোতে এই কথার জাদুকরের বইয়ের বিক্রি তালিকার শীর্ষে রয়েছে। লেখক ও প্রকাশকরা বলছেন, হুমায়ূন আহমেদ দেশের সাহিত্য অঙ্গনে যে জায়গা সৃষ্টি করে গেছেন, তা এখনও কেউ পূরণ করতে পারেননি। পুরোনোরা তো বটেই, নতুন প্রজন্মের পাঠকও এসে এখনও হুমায়ূনের বই খোঁজ করেন।
অন্যপ্রকাশের প্যাভিলিয়নের সামনে স্ত্রী লুবনা খানমকে নিয়ে হুমায়ূন আহমেদের বই দেখছিলেন সামিউল করিম। পেশায় মার্চেন্ডাইজার সামিউল জানান, ১২ বছর বয়স থেকেই তাঁর বই পড়ার অভ্যাস। ২০১০ সাল পর্যন্ত হুমায়ূনের লেখা সব বই পড়েছেন। এখন তাঁর স্ত্রী লুবনা নতুন বই পড়া শুরু করেছেন। গত বছর মেলা থেকে স্ত্রীকে হুমায়ূনের চারটি বই কিনে দিয়েছেন। এবারও স্ত্রীর জন্য কয়েকটি বই কিনেছেন।
একই স্টলের সামনে কথা হয় কলেজছাত্রী মেঘলার সঙ্গে। বাবা গোলাম হোসেনের সঙ্গে মেলায় এসেছেন। মুহম্মদ জাফর ইকবাল ও আনিসুল হকের বই পড়লেও মেঘলার পছন্দের শীর্ষে হুমায়ূন। এর মধ্যে মিসির আলী ও হিমু চরিত্রের কয়েকটা বই পড়া হয়েছে তাঁর।
অন্যপ্রকাশের পরিচালক সিরাজুল কবির চৌধুরী বলেন, এখনও হুমায়ূন আহমেদ জনপ্রিয়। তিনি না থাকলেও অনেকেই তাঁর বইয়ের খোঁজ করেন। অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক বলেন, বইমেলায় হুমায়ূন আছেন, আবার নেই। তিনি মেলায় এলে পাঠক দীর্ঘ লাইন ধরে বই কিনতেন। এখনও পাঠক তাঁর বই কেনেন। তিনি চলে যাওয়ার পর এখনও কোনো লেখক তাঁর জায়গাটা নিতে পারেননি।
হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস 'নন্দিত নরকে' ১৯৭২ সালে প্রকাশ করে খান ব্রাদার্স অ্যান্ড কোং। '৭৫ সাল পর্যন্ত এই প্রকাশনীই একে একে প্রকাশ করে হুমায়ূনের লেখা 'শঙ্খনীল কারাগার', 'চাঁদের আলোয় কয়েকজন যুবক'সহ ৮টি বই। এখন অন্যপ্রকাশ, অনন্যা, অবসর, সময়, কাকলীসহ কয়েকটি প্রকাশনীতে হুমায়ূন আহমেদের বই পাওয়া যায়। তাঁর প্রায় সব বইয়ের এত বেশি সংস্করণ প্রকাশ হয়েছে, যা যে কোনো লেখকের জন্য ঈর্ষণীয়। খান ব্রাদার্সের কর্মকর্তা তোতা মিয়া জানান, ১৯৭২ সালে হুমায়ূন আহমেদ প্রথম 'নন্দিত নরকে' বইটির পাণ্ডুলিপি নিয়ে যান মুক্তধারা প্রকাশনীতে। কিন্তু মুক্তধারা এ বই ছাপতে রাজি হয়নি। পরে আহমদ ছফা ওই পাণ্ডুলিপি নিয়ে আসেন খান ব্রাদার্সে। প্রকাশক প্রথম মুদ্রণের বই নিজেদের বিক্রির নিশ্চয়তা নিয়ে 'নন্দিত নরকে' ছাপতে রাজি হন। বইটি সে সময় তুমুল আলোচিত হয়েছিল। হুমায়ূন আহমেদের দ্বিতীয় বই 'শঙ্খনীল কারাগার' থেকে পরের আটটি বই ছাপতে তাঁদের আর অন্য কিছু ভাবতে হয়নি।
বইমেলায় এ দিন এসেছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক এস এম আব্রাহাম লিংকন। তিনি বলেন, হুমায়ূন আহমেদসহ চিরায়ত লেখকদের বই এখনও পাঠকপ্রিয়। নতুন লেখকরা অনেকে না পড়েই লেখেন। আবার অনেকে ভালো লিখলেও প্রচারের অভাবে সামনে আসছেন না।
এদিকে গতকাল নতুন বই এসেছে ১৭০টি। এ দিনও বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। এর আগে সকাল ১০টায় মূলমঞ্চে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে 'ক' শাখায় প্রথম হয়েছেন নীলান্তী নীলাম্বরী তিতির, দ্বিতীয় অন্বেষা মজুমদার ও তৃতীয় হয়েছেন সার্থক সাহা। 'খ' শাখায় প্রথম হয়েছেন রোদোসী নূর সিদ্দিকী, দ্বিতীয় তানজিম বিন তাজ প্রত্যয় ও তৃতীয় হয়েছেন মৈত্রেয়ী ঘোষ। বিকেলে মূলমঞ্চে অনুষ্ঠিত হয় 'বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান' শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন গোলাম মুস্তাফা। আলোচনায় অংশ নেন মোহিত কামাল ও রাজীব কুমার সরকার। সভাপতিত্ব করেন সুব্রত বড়ুয়া। 'লেখক বলছি' অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন ওবায়েদ আকাশ, রনজু রাইম, ফারুক সুমন ও হক ফারুক আহমেদ।
'দেখাও আলোর পথ' কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব: রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ দিন অনুষ্ঠিত হয়েছে মরমি কবি ফেরদৌসী আখতার আঁখির প্রথম কাব্যগ্রন্থ 'দেখাও আলোর পথ'-এর প্রকাশনা উৎসব। এই কাব্যগ্রন্থে রয়েছে আধ্যাত্মিকতা ও বাস্তবতার সমন্বয় এবং মেলবন্ধন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী গবেষক ও চিন্তাবিদ শাহ্ সারোয়ার মোস্তফা আবুল উলায়ী। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমকালের প্রকাশক সাহিত্যিক আবুল কালাম আজাদ।
- বিষয় :
- একুশে বইমেলা
- অমর একুশে বইমেলা
- অমর একুশে
- বইমেলা