ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মানসিক দক্ষতা বাড়ানোর কৌশল নিয়ে মেলায় আসিফ ইকবালের বই

মানসিক দক্ষতা বাড়ানোর কৌশল নিয়ে মেলায় আসিফ ইকবালের বই

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫ | ২০:৩১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ | ২০:৫২

সালটা ২০০৬। মানুষের মুখে মুখে ফিরেছিল একটি গান ‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে’।  এনটিভিতে সাড়া ফেলা গানের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ’ এর টাইটেল ট্র্যাক ছিল এটি। নকীব খানের সুরে গানটির কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। সেই গানের শিরোনামেই এবার বইমেলায় বই প্রকাশ করছেন আসিফ ইকবাল। নাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’। তবে বইটি শোবিজের কাজ বিষয়ক নয়, ব্যক্তি জীবনে মানসিক দক্ষতা বাড়ানোর নানা কৌশল ও অভিজ্ঞতা নিয়েই বইটি লিখেছেন তিনি। 

আসিফ ইকবাল ঢাকার শোবিজ ইন্ডাষ্ট্রির একজন সফল গীতিকার হলেও তার বড় পরিচয় তিনি বাংলাদেশের একজন সফল কর্পোরেট ব্যক্তিত্ব। দেশের খ্যাতিমান একাধিক প্রতিষ্ঠানে বহুমাত্রিক ও নানান উদ্ভাবনী কাজ করে প্রশংসিত হয়েছেন। সাফল্যের সঙ্গে এ অঙ্গনে তিন দশক পার করেছেন তিনি। সফল হওয়ার সেই অভিজ্ঞতার থেকেই  প্রকাশ করেছেন নতুন বই ‘যদি লক্ষ্য থাকে অটুট’।

বইটি নিয়ে লেখক বলেন, ‘আমরা মনে করি মানুষের শারীরিক ও প্রযুক্তিগত দক্ষতা মানুষকে সফল করে। আসলে প্রত্যেকের সাফল্যের পেছনে মানসিক দক্ষতাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এই মানসিক দক্ষতা বিষয়টির প্রতি জোর দিয়ে সুন্দর বর্ণনার বই আমার চোখে খুব একটা পড়েনি। সে বিষয়টিকেই  সুন্দর একটি ফর্মেটে দাঁড় করিয়ে বইটি লিখেছি।   এই বইটি ফলো করলে প্রত্যেক মানুষ তার নিজ নিজ ক্ষেত্রে সফল হতে পারবেন বলে আমি বিশ্বাস করি।’ 

আসিফ ইকবাল আরও বলেন,  যারা সফল হতে চান, কেবল তাদের জন্য এই বই তা কিন্তু নয়। যারা কর্মজীবনে সফল সেই সাফল্য  টিকিয়ে রাখতে চান তাদের জন্যও এই বই।  আমার ৩০ বছরের ক্যারিয়ারের দেশ বিদেশের নানা অভিজ্ঞতার গল্প  এতে  উপস্থাপন করেছি। আমার বিশ্বাস যা সবার কাজে লাগবে। ব্যক্তিকে তার মানসিক দক্ষতা বাড়িয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিতে এই বই প্রচুর পরিমাণে সহায়তা করবে। 

বিশেষ করে  যারা পড়াশোনা শেষ করে চাকরি শুরু করবেন, বা করছেন, কিংবা উদ্যোক্তা হবেন বা উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেছেন তাদের কাঙ্খিত যাত্রায় পৌছে দিতে এই বই বড় নিয়ামক হিসেবে কাজ করবে বলেই জানান লেখক। 

বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে বইটি। আপাতত নেওয়া হচ্ছে  প্রি-অর্ডার। চাইলে  +৮৮০১৭০৮১৬৬২৯৩ (হোয়াটসঅ্যাপ) প্রি-অর্ডার করে নিতে পারবেন। 
 

আরও পড়ুন

×