অমর একুশে গ্রন্থমেলা
জমে ওঠার অপেক্ষা

লতিফুল ইসলাম ও মাযহারুল ইসলাম রবিন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৩১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৩১
কোকিলের কুহুকুহু সুর জানান দিচ্ছে, প্রকৃতিতে এখন বাসন্তী সাজ। বাংলা একাডেমি প্রাঙ্গণে ছুটে আসা তরুণ-তরুণী অনেকের বসনেও ছিল বসন্ত রঙের দোল। অতিমারির কারণে মধ্য ফেব্রুয়ারিতে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলা গতকাল শনিবার পা দিয়েছে পঞ্চম দিনে। ছুটির এই দিনটিতে পরিবার-পরিজন নিয়ে মেলায় এসেছেন বইপ্রেমীরা। স্টলে স্টলে ঘুরে পছন্দের লেখকের বই খুঁজেছেন তারা।
মেলায় নতুন বই আসা শুরু করলেও এখন পর্যন্ত সেই সংখ্যা অনেক কম। প্রকাশনা সংস্থাগুলোর দাবি, মেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় সময়মতো লেখকরা তাদের পাণ্ডুলিপিই জমা দেননি। আবার অনেক প্রকাশক মেলা শুরু হওয়ার পর ছাপাখানায় নতুন বই দিয়েছেন।
সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, স্বাধীনতা স্তম্ভের লেকের পাড়ের আশপাশে করা হয়েছে বড় বড় প্যাভিলিয়ন। এসব প্যাভিলিয়ন ঘিরেই লোকসমাগম বেশি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশের গেট দিয়ে ঢুকলে দেখা যায়, ছোট ছোট নতুন প্রকাশনীর স্টলে পাঠক দর্শনার্থীর ভিড় কম।
মেলার এ অংশে ভিড় কম কেন- প্রশ্ন করলে চন্দ্রাবতী একাডেমি প্রকাশনীর ব্যবস্থাপক উজ্জ্বল বিশ্বাস জানান, প্যাভিলিয়নগুলো সব লেকের পাড়ে, সেখানেই বইপ্রেমীরা ভিড় জমাচ্ছেন বেশি। এদিকে, ছোট ছোট প্রকাশনীতে পাঠকদের আনাগোনা খুবই কম।
পরিবার নিয়ে ঘুরতে এসেছেন বেসরকারি কোম্পানির কর্মকর্তা মিলন হোসেন। তিনি জানান, ছুটির দিন থাকায় আজ পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসেছি। স্টল ঘুরে ঘুরে বই দেখছি। তবে মনে হচ্ছে, নতুন বই তেমনটা আসেনি।
শিক্ষার্থী মহিউদ্দিন রিফাত বলেন, 'ফেব্রুয়ারি মাসে অমর একুশে গ্রন্থমেলায় বাঙালিরা অভ্যস্ত। বইমেলায় এলে পাঠক ও লেখকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। মেলায় প্রতিদিন আসার চেষ্টা করি।'
গীতিকার, সুরকার ও শিল্পী লতিফুল ইসলাম শিবলী জানান, এই বইমেলায় তার একটি উপন্যাস এসেছে। পাঠকদের আনাগোনা গত বছরের চেয়ে অনেক ভালো। শুক্র-শনিবার ছুটির দুই দিনে পরিবার-পরিজন নিয়ে অনেকেই এসেছেন। আশা করি, এবারের মেলা জমবে।
সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে পুথিনিলয়, কবি প্রকাশনী, সুচয়নী পাবলিশার্স, বিশ্বসাহিত্য কেন্দ্র এবং পার্ল প্রকাশনীর প্রকাশক ও কর্মকর্তারা জানান, মেলার তারিখ ঘোষণার পর লেখক ও প্রকাশকদের ব্যস্ততা বেড়ে যায়। এখন পর্যন্ত প্রতিটি প্রকাশনীতে পাঁচ-দশটি করে নতুন বই এসেছে। তাদের ছাপানোর তালিকায় আরও অনেক বই আছে। তিন-চার দিনের মধ্যেই বেশিরভাগ বই চলে আসবে।
পার্ল প্রকাশনীর প্রকাশক হাসান জায়েদী বলেন, জাফর ইকবালের একটি কবিতার বই আছে। তিনি এখনও বইটির নাম আমাদের জানাননি। দু-এক দিনের মধ্যে পাণ্ডুলিপি জমা দেবেন। এ রকম অনেক লেখক এখন পর্যন্ত পা ুলিপি জমা দেননি। আবার কিছু নতুন বই ছাপাখানায় এবং প্রকাশনীর অফিসে আছে। এগুলো একুশে ফেব্রুয়ারির আগে মেলা প্রাঙ্গণে চলে আসবে।
বইমেলায় গতকাল নতুন বই এসেছে ১৪৩টি। কবিতা প্রকাশনী লেখক ভট্টাচার্যের 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শত কবিতা', চন্দ্রাবতী একাডেমি থেকে এ কে আব্দুল মোমেনের 'শেখ হাসিনা- বিমুগ্ধ বিস্ময়', বিশ্বসাহিত্য ভবন থেকে ড. ফেরদৌসী খানের 'বাঙলা কলেজ বধ্যভূমি', কবি প্রকাশনী থেকে রামবহাল তেওয়ারীর অনুবাদ 'প্রেমচন্দের শিশুতোষ গল্পসংগ্রহ', আলোঘর প্রকাশনী থেকে মোস্তাফা জব্বারের 'একুশ শতকে বাংলা, বাঙালি ও বাংলাদেশ', প্রথমা প্রকাশন থেকে সৈয়দ আবুল মকসুদের 'ভাসানীর ঐতিহাসিক অভিভাষণ' মেলায় এসেছে।
মূলমঞ্চ: বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী :উন্নয়নে নারী' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জোবাইদা নাসরীন। আলোচনায় অংশ নেন ফওজিয়া মোসলেম ও তাসমিমা হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাছিমা বেগম।
লেখক বলছি মঞ্চ :লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন কবি অসীম সাহা এবং অনুবাদক রফিক-উম-মুনীর চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মতিন বৈরাগী ও মারুফ রায়হান। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল, মাহিদুল ইসলাম ও নায়লা তারান্নুম চৌধুরী কাকলী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বেণুকা ললিতাকলা কেন্দ্রের নৃত্যশিল্পীরা।
আজকের অনুষ্ঠান: অমর একুশে বইমেলার আজ ষষ্ঠ দিন। মেলা চলবে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী :বিশ্বশান্তি' শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
জাতীয় প্রেস ক্লাবে ড. খন্দকার মোশাররফ হোসেনের 'স্মৃতির অ্যালবাম'-এর মোড়ক উন্মোচন: শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের 'স্মৃতির অ্যালবাম' বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাবির সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, আমান উল্লাহ আমান, শওকত মাহমুদ, আবদুস সালাম, অধ্যাপক ওবায়দুল ইসলাম, এম আব্দুল্লাহ, ইলিয়াস খান, শিহাব উদ্দিন ভূঁইয়া প্রমুখ।