ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অমর একুশে গ্রন্থমেলা

প্রাঙ্গণ শূন্য বৃষ্টির তোড়ে

প্রাঙ্গণ শূন্য বৃষ্টির তোড়ে

লতিফুল ইসলাম ও মাযহারুল ইসলাম রবিন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ১৫:২৮

বেলা গড়িয়ে সন্ধ্যা আসতে না আসতেই জনস্রোত নামে বইমেলায়। কিন্তু গতকাল রোববার মেঘ-বৃষ্টির দাপটে অন্যরকম ছিল মেলার চেহারা। নেমে এসেছিল স্থবিরতা। পাঠক-লেখক আর প্রকাশকদের কাছে এই বৃষ্টির গান ছিল বড় বেশি বেসুরো। বিকেলে দমকা বাতাস আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামতে না নামতেই পাঠক ও দর্শনার্থীরা দিজ্ঞ্বিদিক ছোটাছুটি শুরু করেন। স্টলগুলোতে শুরু হয় পর্দা নামিয়ে দেওয়ার ব্যস্ততা।

অথচ শুরুটা বেশ ভালোই ছিল গতকাল রোববারের। দুপুরের মিষ্টি রোদে পাঠকদের আনাগোনায় মুখর হতে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণ। শিশুচত্বর ঘিরে শুরু হয় শিশু পাঠকদের কিচিরমিচির। তবে হঠাৎ বৃষ্টিতে এর ব্যত্যয় ঘটে। জমতে শুরু করে মন খারাপের কালো মেঘও। মুহূর্তেই মেলা প্রাঙ্গণ হয়ে পড়ে জনশূন্য। পাঠক আশ্রয় নিতে থাকেন বড় বড় স্টল ও ছাউনিতে।

বৈরী আবহাওয়ায় শূন্য শিশু চত্বরের অন্যতম প্রকাশনী সিসিমপুরের বিক্রেতা সাইদুর রহমান বলেন, গত দু'দিন মেলায় দর্শনার্থীর জনস্রোত ছিল। কিন্তু আজ মন্দ আবহাওয়ায় অনেকটাই স্থবিরতা নেমে এসেছে।

সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে দেখা যায়, বিভিন্ন স্টলের ছাদ গড়িয়ে পানি পড়ছে স্টলের ভেতরে। গাদাগাদি করে বিভিন্ন স্টলে দাঁড়িয়ে আছেন বইপ্রেমীরা। মেলে রাখা বই গুছিয়ে ফেলেছেন বিক্রেতারা। তবে সন্ধ্যার পর বৃষ্টি থামলে কয়েকটি প্যাভিলিয়ন ও স্টলে আবার বেচাকেনা শুরু হতে দেখা গেছে। মেলা খোলা ছিল দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

নতুন বই: মেলার নতুন বইয়ের মধ্যে রয়েছে- কথা প্রকাশনী থেকে নির্মলেন্দু গুণের 'একুশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের কবিতা' (কবিতা), কাকলী প্রকাশনী থেকে আনিসুল হকের 'গল্পকারের প্রেম' (উপন্যাস), পুথিনিলয় থেকে ড. মোহাম্মদ আমীনের 'আহমদ ছফার চোখে বাংলাদেশের বুদ্ধিজীবী' (প্রবন্ধ), আগামী থেকে হাবিবুল্লাহ ফাহাদের 'দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি' (ভাষা আন্দোলনবিষয়ক) ইত্যাদি।

মূল মঞ্চের অনুষ্ঠান: গতকাল বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী :বিশ্বশান্তি' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জিয়া রহমান। আলোচনায় অংশ নেন জালাল ফিরোজ এবং খান মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামসুন্দর সিকদার।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি জাহিদ হায়দার ও কবি ইকবাল আজিজ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মীর বরকত, অলোককুমার বসু, ফয়জুল্লাহ সাঈদ এবং আবৃত্তি সংগঠন 'বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ'-এর আবৃত্তিকাররা।

ভাষাশহীদ মঞ্চ উদ্বোধন: গতকাল বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে 'ভাষাশহীদ মুক্তমঞ্চ' উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বক্তব্য দেন অমর একুশে বইমেলা ২০২২-এর সদস্য সচিব ড. জালাল আহমেদ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আসলাম সানী, হাসানাত লোকমান এবং শাহাদৎ হোসেন নিপু। গতকাল 'লেখক বলছি' অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন কবি আসলাম সানী।

আজকের অনুষ্ঠানসূচি: আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গতকাল রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শুরু হয়েছে এ দিনের কর্মসূচি। আজ বিকেল ৪টায় রয়েছে অমর একুশে বক্তৃতা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। 'ফিরে দেখা :আমাদের ভাষা আন্দোলন' শীর্ষক অমর একুশে বক্তৃতা-২০২২ দেবেন কবি আসাদ চৌধুরী। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

আরও পড়ুন

×