পথ দেখাবে সৃজনশীল ক্লাব

এগিয়ে রাখতে সাহায্য করবে বিভিন্ন সৃজনশীল ক্লাব
ফরিদুল ইসলাম নির্জন
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ২২:৫২
কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব
কম্পিউটার মানুষের সহায়ক হিসেবে কাজ করে জটিল থেকে জটিলতর বিষয়ের সমাধান করে দিতে পারে এক নিমেষেই। তবে কম্পিউটারকে যে কোনো বিষয়ে দক্ষ করে তুলতে বা তার কাজের মাত্রার নিয়ন্ত্রক হতে চাইলে কম্পিউটারের ভাষায় দখল নেওয়া প্রয়োজন। কিন্তু সে কাজ মোটেই সহজসাধ্য নয়। কম্পিউটারের ভাষাকে সহজ ও বোধগম্য করে তুলতে এবং এই সেক্টরে আগ্রহী শিক্ষার্থীদের পথনির্দেশনা দিয়ে সহযোগিতা করতে কাজ করছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব–ডিআইইউ সিপিসি। ড্যাফোডিলের একঝাঁক উদ্যমী তরুণদের হাত ধরে ২০১১ সালে গড়ে ওঠে সিপিসি। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের প্রোগ্রামিং এর জগতে দক্ষ করে তুলতে ও প্রোগ্রামিং রিলেটেড ক্যারিয়ার গঠনে নিরলস পরিশ্রম করে যাচ্ছে ক্লাবটির সদস্যরা। সিপিসি কাজ করে ৪টি লক্ষ্যমাত্রা নিয়ে। এগুলো হলো– এসিএম, ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড জার্নাল এবং ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রি কোলাবরেশন। কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এসিএম সেকশন। সেখানে রয়েছে প্রবলেম সলভিং ক্যাম্পেইন, ট্রেনিং ক্লাস, ট্রাকার শিট ও নিয়মিত কনটেস্টের ব্যবস্থা। ডেভেলপার শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে সিপিসির ডেভেলপমেন্ট বিভাগ। সেখানেও রয়েছে ট্রেনিং ও ক্যাম্পেইনের
ব্যবস্থা। পাশাপাশি নিজস্ব ডেভেলপার কমিউনিটির মাধ্যমে নতুন ডেভেলপারদের সঙ্গে অ্যালামনাই ও সিনিয়র ডেভেলপারদের যোগসূত্র তৈরি করে দেয় এই বিভাগ। যেসব শিক্ষার্থীরা কম্পিউটার প্রকৌশল বিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে ইচ্ছুক তাদের জন্য কাজ করে রিসার্চ অ্যান্ড জার্নাল বিভাগ এবং প্রোগ্রামার ও ডেভেলপারদের ক্যারিয়ার-সংক্রান্ত দিকনির্দেশনা দিয়ে সফল ক্যারিয়ার গড়তে সাহায্য করে সিপিসির ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রি কোলাবরেশন বিভাগ। তারা আয়োজন করে অ্যালামনাই টক সেশন, ওয়ার্কশপ, সেমিনার ও বুট-ক্যাম্প।
সাস্ট ক্যারিয়ার ক্লাব
‘স্টেপস টুওয়ার্ড ইয়োর ড্রিম’ স্লোগানে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি একঝাঁক স্বপ্নবাজ তরুণের হাতে গড়ে ওঠে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারবিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’। পড়ালেখা শেষ করে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন নাকি বিসিএস ক্যাডার, ব্যাংকার, করপোরেট চাকরি, উদ্যোক্তা হবেন– এসব নিয়ে থাকেন দ্বিধাগ্রস্ত। আর এমন সিদ্ধান্তহীনতায় নষ্ট হয়ে যায় অনেকটা সময়। এসব শিক্ষার্থীকে সহায়তার জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। শুরু থেকে ৩ হাজার ৫০০ জনের বেশি সদস্য ক্লাবটির সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে ক্লাবটি প্রতিবছর ক্যাম্পাসে ‘জব ফেস্ট’ বা ‘চাকরি মেলার’ আয়োজন করে। সংগঠনটি নবীন শিক্ষার্থীদের তিনটি ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষা এবং একটি বিষয়ের ওপর প্রেজেন্টেশন নিয়ে ‘ট্যালেন্ট হান্ট’ করে থাকে। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মাস্টারমাইন্ড’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারা।
প্রতি সপ্তাহে কুইজ প্রতিযোগিতা, গবেষণা-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ধারণার জন্য ‘রিসার্চ টক’, শিক্ষা, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে ‘নলেজ টক’ নামে সেমিনার আয়োজন করে। v
- বিষয় :
- ক্লাব ছাড়তে প্রস্তুত