ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রলোভন দেখিয়ে তরুণীদের দিয়ে যৌনকর্ম করায় ওরা

প্রলোভন দেখিয়ে তরুণীদের দিয়ে যৌনকর্ম করায় ওরা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২২ | ১০:৩০ | আপডেট: ১০ মার্চ ২০২২ | ১০:৩০

বিভিন্ন মডেল, সেলিব্রেটি ও অভিনেত্রীকে ফাঁদে ফেলে এবং অসহায় তরুণীদের প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার যাত্রাবাড়ী ও গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন সিআইডি সদস্যরা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাসুম বিল্লাহ, বিউটি, সাবিনা আলম ও মো. রুবেল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা এক সময় গুলশান-বনানী এলাকায় বিভিন্ন স্পা সেন্টারে চাকরি করতেন। সেই সুবাদে অনেক তরুণী ও মডেল-অভিনেত্রীর সঙ্গে তাদের পরিচয় হয়। এরপর ওই তরুণীদের ২১ জনের তালিকা করেন অভিযুক্তরা। তালিকা ধরে তরুণী ও অভিনেত্রীদের মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে যৌনকর্মে আহ্বান জানিয়ে তাদের মোবাইল ফোনে খুদেবার্তা পাঠানো হয়।

এ জন্য ব্যবহার করা হয় 'বিডিমার্কেটিং২৪.কম' নামের একটি প্ল্যাটফর্ম। এতে যারা সম্মতি দেন তাদের দিয়ে বিভিন্নভাবে যৌনকর্ম করান অভিযুক্তরা। তালিকায় যাদের নাম আছে, তারা এই চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন।

এদিকে গ্রেপ্তার মাসুমের গ্রামের বাড়ি পটুয়াখালীর লন্দায়, থাকতেন রাজধানীর কদমতলীতে। বিউটির গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনির কয়ারিয়ায়, থাকতেন পল্লবীতে। সাবিনার বাড়ি বাগেরহাটে, থাকতেন গুলশানে। রুবেলের বাড়ি নোয়াখালীতে, থাকতেন মিরপুর ১০ নম্বরে।

আরও পড়ুন

×